চরফ্যাশনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন অঞ্চল প্লাবিত

চরফ্যাশনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন অঞ্চল প্লাবিত

মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন প্রতিনিধিঃ চলমান ঘুর্ণিঝড় ইয়াস এর প্রভাবে চরফ্যাশন উপজেলার চর কুকরি কুকরি, চর পাতিলা, ঢালচর, মাওলানা ভাসানী আশ্রয়ন প্রকল্প সহ উপকূলীয় এলাকাগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে৷ পানি বন্দী হয়ে আছে হাজারো পরিবার৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বসত ঘর, মাছের ঘের, সবজির খামার, চলাচলের রাস্তা, গৃহপালিত পশু৷ চুলায় আগুন দিতে পারেনি পানিতে প্লাবিত হওয়া অসংখ্য পরিবার৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব৷ পানিবাহীত রোগ ছড়িয়ে পড়ার আশংকাও করছেন অসহায় মানুষগুলো৷

আজ বুূধ বার দেখা যায়, বেড়িবাঁধ না থাকায় খুব সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে এসব এলাকা৷ এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ৷ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের ত্রান বা সাহায্য পায়নি পানিবন্দি মানুষগুলো৷

চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, সকাল থেকে অতি মাত্রায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে চর পাতিলা সহ কুকরি মুকরির নিচু এলাকা৷ পানি বন্দিদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে৷ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে জানান আবুল হাসেম মহাজন৷

এই দিকে আহাম্মদ পুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের কৃষক মোঃ নূরুল ইসলাম বলেন, মায়া নদী সংলগ্ন আমার ২৪ শতাংশ জমির মরিচ ও ১০ শতাংশ জমির খেচারী ডাল জোয়ারে পানিতে তলিয়ে গেছে। আমি সরকারি সহায়তা চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, আয়াসে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top