বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
সাগর চৌধুরীঃ বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। আজ (২জুলাই২০২৩) রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শওকত আলীকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একই সাথে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালাম তানজিয়াকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্বে আছেন মো. আমিন উল আহসান। তিনি বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা। গত বছরের জানুয়ারিতে আমিন উল আহসান বরিশাল বিভাগীয় কমিশনারের দায়িত্ব পান।
একইসাথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দায়িত্বে আছেন মো. শফিকুর রেজা বিশ্বাস। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের এই কর্মকর্তা ২০২১ সালের জুন মাসে ময়মনসিংহ বিভাগের কমিশনার হন।
আরও সংবাদ পড়ুন।
সরকারি চাকুরীজীবিদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক; রিটার্ন জমা না দিলে বেতন বন্ধ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
১৩৫ জন অতিরিক্ত সচিব পদে অতিরিক্ত কর্মকর্তা ৩২০; আরও ১০০ঈদের আগে যুক্ত হচ্ছেন