সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

Picsart_25-01-21_09-27-34-162.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ প্রতিবেদকঃ সোমবার (২০ জানুয়ারি ২০২৫) বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিঅ্যান্ডএস) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর: জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া ও কমান্ড্যান্ট এসিসিঅ্যান্ডএস অভ্যর্থনা জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং অন্য কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

পরে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে বৃক্ষরোপণ ও অধিনায়কদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন সেনাপ্রধান। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড: সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কমান্ড্যান্ট, আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল: বাংলাদেশ সেনাবাহিনীর সব সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার; সাঁজোয়া ইউনিটগুলোর অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রোববার এসিসিঅ্যান্ডএসে সাঁজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। বগুড়া সেনানিবাসের শহীদ লে. বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সাঁজোয়া কোরের সব ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

আরও সংবাদ পড়ুন।

পূজার নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে – সেনাবাহিনী

আরও সংবাদ পড়ুন।

সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো

আরও সংবাদ পড়ুন।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান

আরও সংবাদ পড়ুন।

যৌথ বাহিনীর অভিযানে ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জন গ্রেপ্তার

আরও সংবাদ পড়ুন।

এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না – সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশ সেনাবাহিনীর আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ

আরও সংবাদ পড়ুন।

সেনাবাহিনীর কিউএমজি ও ডিজিএফআইয়ের নতুন ডিজি

আরও সংবাদ পড়ুন।

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

আরও সংবাদ পড়ুন।

সেনাবাহিনীর সম্প্রসারণ-আধুনিকায়ন যুগোপযোগী পদক্ষেপ – সেনাপ্রধান

আরও সংবাদ পড়ুন।

সশস্ত্র বাহিনী দিবস আজ

আরও সংবাদ পড়ুন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন

আরও সংবাদ পড়ুন।

সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top