ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক আয়োজনে বিএফইউজে-ডিইউজে’র ক্ষোভ

Screenshot_20250126_231508_Picsart.jpg

ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক আয়োজনে বিএফইউজে-ডিইউজে’র ক্ষোভ

 
বিশেষ প্রতিবেদকঃ টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স’র (অ্যাটকো) নামে খুনের আসামি ও ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক আয়োজনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন কর্তৃক আলোচনার জন্য টেলিভিশন মালিকদের প্রতিনিধি হিসেবে যাদেরকে ডাকা হয়েছে, তাদের অধিকাংশই আওয়ামী ফ্যাসিবাদের চিহ্নিত দোসর। এদের মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন যাদের খুনের মামলা বিদ্যমান। গণমাধ্যম সংস্কারের নামে এসব দোসর খুনের আসামিদের সঙ্গে এ ধরনের বৈঠক আয়োজন শুধু হঠকারিতাই নয়, জাতীর সঙ্গে একধরনের নগ্ন তামাশাও বটে। আমরা মনে করি এই উদ্যোগ গণমাধ্যম সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদকে পুনর্বাসনের হীন চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমরা এই প্রচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে এই বৈঠকের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বৈঠকে যাদেরকে ডাকা হয়েছে তাদের কয়েকজন এরইমধ্যে বিভিন্ন মামলার আসামি হয়ে কারাগারে আছেন। এসব ব্যক্তির সঙ্গে আলোচনার প্রস্তাব গণমাধ্যম সংস্কার কমিশনের পুরো উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে। 

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ গণমাধ্যম সংস্কার কমিশনকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার নীতি পরিহার এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণকারী গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজটি এগিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান জানান।

আরও সংবাদ পড়ুন।

সম্পাদকদের জন্য নীতিমালা হওয়া দরকার : গণমাধ্যম সংস্কার কমিশন

আরও সংবাদ পড়ুন।

আমরা মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দেই : জাতীয় প্রেসক্লাব সভাপতি

আরও সংবাদ পড়ুন।

সচিবালয়ে সাংবাদিকরাও ঢুকতে পারবেন না

আরও সংবাদ পড়ুন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া

আরও সংবাদ পড়ুন।

গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

আরও সংবাদ পড়ুন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি আবু সালেহ ও সম্পাদক সোহেল

আরও সংবাদ পড়ুন।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ২৯ সাংবাদিকের

আরও সংবাদ পড়ুন।

২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

আরও সংবাদ পড়ুন।

ব্যাংক হিসাব তলব ২৬ সাংবাদিকসহ ২৯ জনের

আরও সংবাদ পড়ুন।

ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল

আরও সংবাদ পড়ুন।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে-ডিইউজে বিক্ষোভ সমাবেশ

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশ মুক্ত গণমাধ্যম সূচকে ১৬৫তম; দুই ধাপ পিছিয়ে গতবারের চেয়ে

আরও সংবাদ পড়ুন।

যে সকল সাংবাদিকদের বহিষ্কারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের

আরও সংবাদ পড়ুন।

র‌্যাকের সভাপতি ফয়েজ, সম্পাদক জেমসন নির্বাচিত হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top