দুদকের সামনে গণমাধ্যম কর্মিদের বিক্ষোভ।
সাগর চৌধুরীঃ আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের সামনে গণমাধ্যমকর্মিরা এক মানববন্ধনের আয়োজন করে। অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউনে’র বিশেষ প্রতিনিধি দিপু সরোয়ারকে দুর্নীতি দমন কমিশনের একজন টিম লিডার একটি চিঠি পাঠায়। সেই চিঠিকে কেন্দ্র করেই আজ এ মানববন্ধন করে গণমাধ্যমকর্মীরা।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে, গণমাধ্যমকর্মীদের এই মানববন্ধন বাংলাদেশের ইতিহাসে সর্ব প্রথম। বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমকর্মীরা দুর্নীতি দমন কমিশনের সামনে কখনোই কোন বিষয়ে বিক্ষোভ করেনি,দেশের ইতিহাসে এবার এই প্রথম।
গণমাধ্যম কর্মীদের যখন-তখন হয়রানি করার প্রতিবাদে আজকের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন কর্মকর্তার সরাসরি ঘুষ লেনদেনের সাথে জড়িত থাকার বিষয়টি দেশের মানুষের সামনে আবারো স্পষ্ট হয়ে উঠল এবার।
এবারে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অনৈতিক লেনদেন এবং ঘুষ বাণিজ্য সারাদেশে হট কেক হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই দেশের ভিবিন্ন গনমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যা ইতোমধ্যে সাধারণ মানুষ, সরকারি আমলা এবং সরকারের উচ্চপর্যায়ের সকলের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।
দুদকের গণমাধ্যম কর্মিদের কাছে পাঠানো চিঠি
সম্প্রতিকালে দুদকের বিভিন্ন পরিচালক, উপ-পরিচালক এবং আঞ্চলিক পরিচালকদের অনৈতিক লেনদেনের বিষয়টি সবার সামনে স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন মামলায় ভয় ভীতি প্রদর্শন, আর্থিক লেনদেন এবং ভুল মানুষের নামে কোর্টে চার্জশিট দেয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দুর্নীতি দমন কমিশন।
ইতোমধ্যে বিভিন্ন মামলায় জেল খাটা সাধারণ মানুষের বিষয়ে হাইকোর্টে জামিন লাভের পর সাধারণ মানুষের কাছে দুর্নীতি দমন কমিশন নিছক একটি প্রতিষ্ঠান হিসাবে রূপ লাভ করেছে।
দেশের সাধারণ মানুষ, সরকারের আমলা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শায়েস্তা করার জন্য দুদককে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ পুলিশের ডিআইজি মিজানের মামলায় চল্লিশ লক্ষ টাকা ঘুষ লেনদেন হয়েছে এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো। তারই রেশ ধরে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনেও সংবাদ প্রকাশ করে।
অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দিপু সরোয়ারকে চিঠির মাধ্যমে তলব করে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লা।সেই চিঠির সূত্র ধরেই আজ দুর্নীতি দমন কমিশনের সামনে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মানববন্ধন করে গণমাধ্যমকর্মীরা
দুদকের সামনে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন।ইতিহাসে এই প্রথম! সেই সাথে দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের ইতিহাসেও এই প্রথম।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এর কাছে আজ সকালে জানতে চাইলে ঘটনা সম্পর্কে ইকবাল মাহমুদ গণমাধ্যমকর্মীদের বলেন, তলবকারী তদন্ত কর্মকর্তা কোনো ভুল করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই ঘটনার পরপরই গণমাধ্যম কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং কোন কোন গণমাধ্যম কর্মী ইতোমধ্যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার সহ বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে দুর্নীতি দমন কমিশন এর কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম লেখালেখি করছেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তার ফেসবুক ওয়ালে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তার ফেসবুক ওয়ালে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন তার ফেইসবুক পেইজে লিখেছেন,”জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপু সারোয়ারকে দুর্নীতি দমন কমিশন(দুদক) তথ্য নেয়ার জন্য ডেকে পাঠিয়েছে। কোন সংস্থা সাংবাদিককে ডেকে পাঠাতে পারেনা। সাংবাদিক তথ্য দিতে বাধ্য নয়, সোর্স কিংবা তথ্য সাংবাদিকের পবিত্র আমানত। দুদককে নিজস্ব উপায়ে তদন্ত করে সত্য মিথ্যা যাচাই করতে হবে।”
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ক্লাব, জাতীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন গণমাধ্যম এর সিনিয়র নেতারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সেই সাথে আর কাউকে এমন ভাবে হয়রানি না করার জন্য হুঁশিয়ার করেছে।
তবে বিষয়টি কোন দিকে মোড় নিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না, অল্পকিছুক্ষন আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাংলা ট্রিবিউন এর বিশেষ প্রতিনিধি দিপু সরোয়ারের বিরুদ্ধে যে চিঠি পাঠানো হয়েছে তা ইতোমধ্যে প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়। এবং সেই কর্মকর্তাকে সাময়িক অব্যাহুতি দেওয়া হয়েছে।
কর্মকর্তাকে সাময়িক অব্যাহুতি দেওয়ার পত্র।