চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাতিলের প্রতিবাদে মানববন্ধন।

PicsArt_09-26-04.45.58.jpg

চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাতিলের প্রতিবাদে মানববন্ধন।

এ কে এম গিয়াসউদ্দিনঃ ভোলার চরফ্যাসন উপজেলা থেকে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত’ বাতিলের প্রতিবাদে এবং চরফ্যাসনবাসীর অধিকার রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা সহ প্রায় বিশ হাজার মানুষ।

আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানব বন্ধন চরফ্যাসন আদালত থেকে শুরু করে সদর রোডের শরিফপাড়া ও স্কুল পর্যন্ত দীর্ঘ লাইন তৈরি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি’র প্রচেষ্টায় চরফ্যাসন উপজেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সৃজিত হয়। তিনি দশ লক্ষ মানুষের প্রাণের দাবী পূরণ করেছেন। চরফ্যাসন ও মনপুরা উপজেলার বিচার প্রার্থীকে ১২০ কিলোমিটার দূরে ভোলা সদরে গিয়ে মামলায় হাজিরা দিতে হবে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। অথচ ভোলা জেলার কতিপয় আইনজীবীগণ ব্যক্তি স্বার্থে বর্তমান সরকারের যুগান্তরকারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ সময় ষড়যন্ত্রকারীদের প্রতি তীব্র প্রতিবাদ জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন আখন, চরফ্যাসন উপজেলার আওয়ামিলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন, এডিশনাল পিপি জনাব এডভোকেট আমিনুল ইসলাম সরমান ও জিপি এডভোকেট মোজাম্মেল হক, এড ছিদ্দুকুর রহমান সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top