র‌্যাকের সভাপতি ফয়েজ, সম্পাদক জেমসন নির্বাচিত হয়েছেন

Picsart_22-12-23_20-49-38-633.jpg

র‌্যাকের সভাপতি ফয়েজ, সম্পাদক জেমসন নির্বাচিত হয়েছেন

সাগর চৌধুরীঃ আজ শুক্রবার (২৩ডিসেম্বর২০২২) দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজকের নির্বাচনে নিউ এজের সিনিয়র রিপোর্টার আহম্মদ ফয়েজ সভাপতি, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট সৈয়দ ঋয়াদ।
আজ শুক্রবার সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভার মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

আজ বিকেল চারটা পর্যন্ত ভোটার নির্বাচনে ভোট দেন।
সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম ও রফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রথম হয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার সাফি উদ্দিন আহেমদ। কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হাসিব বিন শহিদ এবং মাই টিভির মাহবুব সৈকত দুজনেই সমান ভোট পেয়ে যুগ্মভাবে বিজয়ী হয়েছেন।

দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান সাংগঠনিক সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ কোষাধ্যক্ষ, আরটিভির আতিকার রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক মারুফ কিবরিয়া প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, বশির হোসেন খান কল্যাণ সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের আলী তালুকদার সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হলেন- সংবাদের সাইফ বাবলু, দৈনিক বাংলার মোর্শেদ নোমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা, দৈনিক আমাদের সময়ের তাবারুল হক, সফিক শাহিন, মানবজমিনের রাশিম মোল্লা ও তরিকুল ইসলাম সুমন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও শহিদুল ইসলাম তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন।

রিপোর্টার্স এগেইন্সট করাপশনের গত দুইবারের সভাপতি মহি উদ্দীন ও তাওহীদ সৌরভসহ জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top