সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি ফি নির্ধারণ
বিশেষ প্রতিবেদকঃ সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্স এবং ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের জানানো হয়েছে, সরকারি মেডিক্যালে ভর্তিকালীন ফি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার টাকা। মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় হলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক রেজিট্রেশন ফি এবং অধিভুক্ত ফি’র সঙ্গে যুক্ত হবে। আর বেসরকারি মেডিক্যালে এমবিবিএস কোর্সে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, আর বিডিএসে (ডেন্টাল) ভর্তি হতে চাইলে দিতে হবে ১১ লাখ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বেসরকারি মেডিক্যালে এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা, বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা, ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শর্ত হিসেবে বলা হয়েছে, ভর্তি এবং ইন্টার্নশিপ মিলিয়ে মোট অর্থের প্রথম ধাপ অর্থাৎ ভর্তির সময় ৬০ শতাংশ,
প্রথম প্রফেশনাল পরীক্ষার সময় ২০ শতাংশ এবং তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সময় ২০ শতাংশ আদায় করতে হবে।
এছাড়া নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে, একসঙ্গে আদায় করা যাবে না। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অন্য কোন ফি আদায় করা যাবে না।
আর সরকারি মেডিক্যালের ক্ষেত্রে ভর্তি ফি ৫০ টাকা, বেতন (বার্ষিক) ৩০০ টাকা, অভ্যন্তরীণ পরীক্ষা ফি ৬ হাজার টাকা, পরিচয়পত্র ফি ২০০ টাকা , লাইব্রেরি কার্ড ফি ৩০০ টাকা, বিএমঅ্যান্ডডিসি ফি ২০০ টাকা, ছাত্র কল্যাণ তহবিল ফি ১ হাজার টাকা, ধর্মীয় অনুষ্ঠান ফি ৫০০ টাকা, কমন রুম ফি ৫০০ টাকা, ওরিয়েন্টেশন ফি ১ হাজার টাকা, বোর্ড ফি ২০০ টাকা এবং বিবিধ ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত ফিগুলো সার্ক কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য হবে। সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের নন-সার্ক কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি শিক্ষাবর্ষে পূর্বনির্ধারিত ফি ৫ হাজার মার্কিন ডলার আবশ্যিকভাবে সরকারি কোষাগারে জমা করতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। তবে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে কোর্স ফি বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার।
আরও সংবাদ পড়ুন।
এক হচ্ছে স্বরাষ্ট্রের দুই বিভাগ; স্বাস্থ্য মন্ত্রণালয়েও এক হওয়া উচিৎ
আরও সংবাদ পড়ুন।
আজ থেকে এমবিবিএস ভর্তির আবেদন শুরু; চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতির মহাউৎসব; অতিরিক্ত অর্থ আদায়ে সুপারিশ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু; দুই চিকিৎসককে শাস্তি দিল – বিএমডিসি
আরও সংবাদ পড়ুন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম ও দূর্নীতি; ২২ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার
আরও সংবাদ পড়ুন।
মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না – হাইকোর্ট
আরও সংবাদ পড়ুন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
মেডিকেল ভর্তি প্রশ্নপত্র ফাঁসে জড়িত চিকিৎসক ও চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৯ জন
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
স্বাস্থ্যের ক্লার্ক জাহাঙ্গীর হোসেনের বদলি-পদোন্নতি বাণিজ্যে কোটিপতি!
আরও সংবাদ পড়ুন।
ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে ডাক্তার হয়েছেন কারা? এই প্রশ্ন পত্র ফাঁস করা ডাক্তারদের কি হবে?
আরও সংবাদ পড়ুন।