শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকা এর কর্মচারীদের বিরুদ্ধে প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে ইন্টার্নিশীপ করতে আসা শিক্ষার্থীদের প্রত্যেকের নিকট হতে বিনা রশিদে ৭৫০০/- টাকা আদায় করার অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকের সাথে কথা বলে। তাঁরা বলেন নার্সিং করার নিমিত্তে মাসিক ৫০০/- টাকা হারে সর্বমোট ৩০০০/- টাকা এককালীন পরিশোধ করতে হয় এবং সেটি প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেলকে পরিশোধ করা হয়।
আরও সংবাদ পড়ুন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারগণ অনুপস্থিত; দুদকের অভিযান
অভিযানকালে উক্ত প্রতিষ্ঠান থেকে বর্তমানে যারা কোর্স করছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
পরবর্তীতে রেকর্ডপত্র পাওয়া সাপেক্ষে তা পর্যালোচনাপূর্বক বিস্তারিত প্রতিবেদন টিম কমিশনে দাখিল করবে।
আরও সংবাদ পড়ুন।
যশোর জেনারেল হাসপাতালে সাড়ে চার কোটি টাকার ক্রয়ের অনিয়ম – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।