যশোর জেনারেল হাসপাতালে সাড়ে চার কোটি টাকার ক্রয়ের অনিয়ম – দুদকের অভিযান

Picsart_22-12-11_23-53-29-573.jpg

যশোর জেনারেল হাসপাতালে সাড়ে চার কোটি টাকার ক্রয়ের অনিয়ম – দুদকের অভিযান

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে অদ্য ১১-১২-২০২২ খ্রি. তারিখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিম উক্ত হাসপাতালের ২০২২-২৩ অর্থবছরের মেডিকেল সার্জিক্যাল রিএজেন্ট (এমএসআর) মালামাল ক্রয় সংক্রান্ত রেকর্ড পত্র পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায়, গত ০৩-০৮-২০২২ খ্রি. তারিখে উক্ত ক্রয় প্রক্রিয়ার অংশ হিসেবে দরপত্র আহবান করা হয়।

তৎপ্রেক্ষিতে ১৮২ টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করলেও মাত্র ১৩ টি প্রতিষ্ঠান দরপত্র জমা প্রদান করে। বিভিন্ন অনিয়মের কারণে দরপত্র মূল্যায়ন কমিটি গত ১৬-১০-২০২২ খ্রি. তারিখে উক্ত দরপত্র প্রক্রিয়া বাতিল করে পুনঃদরপত্র আহবানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তীতে গত ২৩/১০/২০২২ খ্রি. তারিখে পুনঃদরপত্র আহবান করা হয়।

৫৫ টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং ৪৩ টি প্রতিষ্ঠান দরপত্র জমা প্রদান করে। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক ৩৮টি প্রতিষ্ঠান রেস্পন্সিভ হিসেবে বিবেচিত হয়।

রেস্পন্সিভ হিসেবে বিবেচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে উক্ত টেন্ডার প্রক্রিয়ার কার্যক্রমে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।

এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top