স্বাস্থ্যের ক্লার্ক জাহাঙ্গীর হোসেনের বদলি-পদোন্নতি বাণিজ্যে কোটিপতি!

Picsart_23-11-06_14-49-49-616.jpg

স্বাস্থ্যের ক্লার্ক জাহাঙ্গীর হোসেন বদলি-পদোন্নতি বাণিজ্যে কোটিপতি!

অপরাধ প্রতিবেদকঃ এতদিন বাংলাদেশের মানুষ স্বাস্থ্য মন্ত্রনালয়ের কোটিপতি ড্রাইভারের নাম জানতেন। কিন্তু এবার শুনুন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার প্রধান সহকারী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদারের। তার মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে বদলি কিংবা পদোন্নতিতে লাখ লাখ টাকার ঘুষ লেনদেন হয়।

তার ঘুষ লেনদেনের দালিলিক প্রমাণ পাওয়া কঠিন। কিন্তু যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী এমন অপকর্মে জড়িত থাকেন তাদের কেউ কেউ নিজের অজান্তেই অনিয়মের বৃক্ষ রোপন যান। এই সরকারি কর্মচারীর দুর্নীতির দাগ খতিয়ান দুদকের হাতে এসেছে। ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন করে দুদকের জালে ফেঁসে গেছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার প্রধান সহকারী
জাহাঙ্গীর হোসেনের আরও একটি পরিচয় আছে। তিনি নেতা! স্বাস্থ্য কর্মচারী ইউনিয়ন পরিষদের প্রথম সারির নেতা। সাত বছরে শুধুমাত্র বদলি ও পদোন্নতি বাবদ নিজের ব্যক্তিগত হিসাবে (ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট) ১ কোটি ২৪ লাখ টাকা লেনদেন করেছেন। যদিও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তার অবৈধ অর্থ লেনদেনের অন্যান্য মাধ্যম ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

ঘুষের টাকা ব্যক্তিগত ঋণ হিসেবে দেখানোর ব্যর্থ চেষ্টাও করেন জাহাঙ্গীর হোসেন। শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি হয়েছেন তিনি। গত ৫ সেপ্টেম্বর দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। তার এমন অপকর্মের সঙ্গী কারা, তাদের খোঁজে এবার মাঠে নেমেছে সংস্থাটি।

বদলি ও পদোন্নতির জন্য ১৯ জনের কাছ থেকে নেন ২২ লাখ টাকা

স্বাস্থ্য অধিদপ্তর ও দুদকের নথিপত্র সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন হাওলাদার স্বাস্থ্য অধিদপ্তরে ২০১১ সালের ১৩ নভেম্বর থেকে ২০১৮ সালের ২ অক্টোবর পর্যন্ত উচ্চমান সহকারী, এরপর পদোন্নতি পেয়ে ২০২১ সালের ৭ ডিসেম্বর থেকে প্রধান সহকারী হিসেবে প্রশাসন শাখায় নিযুক্ত হন। এ সময়ে কর্তৃপক্ষের নির্দেশে তিনি সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারী ও মেডিকেল টেকনোলজিস্টদের (ইপিআই) বদলি ও পদোন্নতির নথি দেখভালের দায়িত্ব পালন করেন। এ সুযোগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের মহাখালী শাখায় স্যালারি ও সঞ্চয়ী হিসাবে ১৯ জন স্বাস্থ্য সহকারী ও একজন মেডিকেল টেকনোলজিস্টের (ইপিআই) কাছ থেকে বিভিন্ন সময়ে বদলি ও পদোন্নতি বাবদ মোট ২২ লাখ ৫৫ হাজার টাকা গ্রহণ এবং উত্তোলন করেন।

দুদকের জিজ্ঞাসাবাদে বাড়ি মেরামত ও ফ্ল্যাট ক্রয়ের জন্য এসব কর্মীদের কাছ থেকে ধার হিসেবে ওই টাকা গ্রহণ করেছেন বলে দাবি করেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ওই ব্যক্তিদের সঙ্গে তার দাপ্তরিক সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি নগদে ওই টাকা পরিশোধ করেছেন বলে দাবি করলেও সে সংক্রান্ত কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি। জাহাঙ্গীর ওই টাকা দিয়ে মিরপুরে ১৩ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে জমি ক্রয় করেন বলে নিশ্চিত হয়েছে দুদক।

জাহাঙ্গীর হোসেন হাওলাদার দেশের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্য সহকারী, মেডিকেল টেকনোলজিস্ট ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্টদের বদলি ও পদোন্নতি করিয়ে দেবেন বলে ঘুষ বাবদ ২০১১ সালের বিভিন্ন সময়ে আরও ১২ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করেন।

তার ব্যাংক হিসাব ও বিকাশ অ্যাকাউন্ট যাচাই-বাছাই করে দুদক ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৮২ লাখ ও ৪২ লাখ টাকাসহ মোট এক কোটি ২৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায়। যে কারণে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

রাজধানী থেকে উপজেলায় স্বাস্থ্য বিভাগে দুর্নীতি – দেখবে কে?

আরও সংবাদ পড়ুন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশনে ডাক্তার, নার্স ও সেবকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে – দুদকের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top