গত রোববার (২৩ জুন ২০২৪) সরকারি আদেশে বদলি ও পদায়নের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পিবিআইয়ের ডিআইজি ইলিয়াস শরীফকে বরিশাল রেঞ্জে,এর একই আদেশে, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে বদলী করা হয়েছে।
সাগর চৌধুরীঃ আজ (৭ জুলাই ২০২৪) রবিবার বরিশাল রেঞ্জের সদ্য বিদায়ী ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন, বরিশাল রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম।
নবাগত ডিআইজি বরিশাল রেঞ্জ অফিসে এলে তাকে ফুল দিয়ে বরণ করেন, বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি সহ বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন), রেঞ্জ কার্যালয়, বরিশাল; ড. একেএম ইকবাল হোসেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল; আবু আহাম্মদ আল মামুন, কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি), ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল; মীর আশরাফ আলী, পুলিশ সুপার (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ কার্যালয়, বরিশাল; মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয়, বরিশাল; কাজী ছোয়াইব, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ কার্যালয়, বরিশাল; ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল; মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, পিরোজপুর; মোঃ মাহিদুজ্জামান, বিপিএম-সেবা, পুলিশ সুপার, ভোলা; মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ঝালকাঠি সহ বরিশাল রেঞ্জ কার্যালয় এবং বরিশালস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত রোববার (২৩ জুন ২০২৪) সরকারি আদেশে বদলি ও পদায়নের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়,পিবিআইয়ের ডিআইজি ইলিয়াস শরীফকে বরিশাল রেঞ্জে,এর একই আদেশে, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে বদলী করা হয়েছে।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির শ্রদ্ধা
আরও সংবাদ পড়ুন।
গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে : আইজিপি
আরও সংবাদ পড়ুন।