বিএনপি’র ২৩ নেতা ও কর্মী বহিষ্কার

Picsart_23-12-11_09-54-33-539.jpg

বিএনপি’র ২৩ নেতা ও কর্মী বহিষ্কার

বিশেষ প্রতিবেদকঃ দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার (৩০ ডিসেম্বর ২০২৩) এক দিনে ২৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা সবাই তৃণমূলের স্থানীয় পর্যায়ের নেতা। 

সরকারের পদত্যাগ, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরি করতে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। 

একই সঙ্গে নির্বাচনে সহযোগিতা ও ভোটের দিন কেন্দ্রে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তাও সব সাংগঠনিক জেলায় পাঠিয়েছে দলটি। জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে এসব নেতা নির্বাচনে কোনো না কোনো প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন-রাঙ্গামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বন্দর থানার সহসভাপতি আবু জহুর, মৌলভীবাজার জেলা বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সদস্য ইসরাফুল ইসলাম কামাল, সাবেক সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাশিদুল ইসলাম রতন, গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামান (হারিজ), শেরপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম।

শেরপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিয়া), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ।

সোনারগাঁ থানার ১৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য গোলাপ হোসেন।

আরও সংবাদ পড়ুন।

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

আরও সংবাদ পড়ুন।

‘অসহযোগ আন্দোলনের’ ডাক – বিএনপি’র

আরও সংবাদ পড়ুন।

সকাল-সন্ধ্যা হরতাল সোমবার – বিএনপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top