‘অসহযোগ আন্দোলনের’ ডাক – বিএনপি’র

Picsart_23-06-03_09-56-53-354.jpg

‘অসহযোগ আন্দোলনের’ ডাক – বিএনপি’র

রাজনৈতিক প্রতিবেদকঃ এক দফা দাবিতে ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসা বিএনপি। এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর ২০২৩) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চারদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতি শুক্র ও শনিবার গণসংযোগ করবে দলটি। এছাড়া রোববার সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে রাজপথের এই বিরোধী দল।

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন তিনি। 

রিজভী বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে এ আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে’ ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মীরা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।

আরও সংবাদ পড়ুন।

সকাল-সন্ধ্যা হরতাল সোমবার – বিএনপি

আরও সংবাদ পড়ুন।

আগামীকাল মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধের ডাক – বিএনপি’র

আরও সংবাদ পড়ুন।

মির্জা ফখরুলের কেন জামিন হবে না? এমন প্রশ্নে হাইকোর্টের রুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top