জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটোই পাই
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটোই পাই। এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ‘‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এক সেমিনার অনুুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সঠিক ভাবে বিদেশ গেলে হয়রানীর শিকার হওয়ার সম্ভবনা থাকে না। বর্তমান সরকার প্রতিটি উপজেলা থেকে ১ হাজার করে দক্ষ যুবক ও যুবতী বিদেশ নেয়ার উদ্যোগ গ্রহন করেছেন। কারো বিদেশ যেতে হলে আর সুদের উপর টাকা নেয়া লাগবে না সব টাকা প্রবাসী ব্যাংক দিবে। কোন প্রবাসী মারা গেলে ও দুর্ঘটনার শিকার হলে তাদের আর্থিক সহযোগিতা করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রনালয় এবং প্রবাসী সন্তানদের জন্য উপবৃত্তির ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার। তাই দক্ষ হয়ে বিদেশ গেলে কাউকে প্রতারনা শিকার হতে হবে না।
আজকের সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী, ভাইস চেয়ারম্যান রাসেল অাহম্মদ মিয়া, কুতুবা ইউপির চেয়ারম্যান নাজমুল অাহসান জোবায়েদ মিয়া, সাচরা ইউপির চেয়ারম্যান মহিবুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা।