বোরহানউদ্দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু

Picsart_24-07-07_22-54-35-235.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বোরহানউদ্দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীতে অংশ গ্রহন করেন, আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান।

উপজেলা প্রতিনিধিঃ আজ রবিবার (৭ জুলাই ২০২৪) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

আজ বোরহানউদ্দিনে দুপুরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় মন্দির ভাওয়াল বাড়ী থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। থানার মোড় হয়ে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সামনে এসে আবার ফিরে যায়।

এ সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করতে থাকেন সনাতন ধর্মালম্বীরা।

আজকের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম সহ সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। ৯ দিনব্যাপী এই উৎসব আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

বোরহানউদ্দিন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু অনীল কুমার, সাধারণ সম্পাদকের সার্বিক তত্বাবধানে আজকের অনুষ্ঠান শুরু হয়।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে আলী আজম মুকুল এমপি ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন

আরও সংবাদ পড়ুন।

জাব্বারুল ইসলাম বোরহানউদ্দিন থানার নবাগত অফিসার ইনচার্জ

আরও সংবাদ পড়ুন।

আজ বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলায় সনাতন ধর্মীয় প্রতিযোগীতার আয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top