বোরহানউদ্দিন উপজেলায় সনাতন ধর্মীয় প্রতিযোগীতার আয়োজন

আসান্ন দুর্গোৎসব উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলায় সনাতন ধর্মীয় ৩ টি বিভাগে প্রতিযোগীতার আয়োজন করা হয়। ভক্তি মুলক গান, গীতা পাঠ, আরতী নৃত্য। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ভিবিন্ন পর্যায়ের প্রতিযোগিরা এতে অংশ গ্রহন করে। ৩ টি বিভাগে প্রতিযোগিতার আয়োজনে শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। ভক্তি মুলক গান দিয়ে শুরু করলেও গীতা পাঠ, আরতী নৃত্যের ভিবিন্ন আয়োজনে প্রতিযোগিরা অংশ গ্রহন করেন। প্রতিযোগিতার ভক্তি মুলক গানের বিচারক ছিলেন, শ্রী তপন দে, ঠাকুর দাশ মিত্র, মা মনি ঘোষ। আরতি নৃত্যের বিচারক ছিলেন, শ্রীমতি ঝর্না বিশ্বাস, শ্রী বিনয় দে, শ্রী ধীরাজ পাল। গীতাপাঠের বিচারক ছিলেন, শ্রী কৃষন চন্দ্র শিকদার, শ্রী অপু দে, শ্রী মিহির লাল। প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তিক আয়োজিত এই অনুষ্ঠানে পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অনিল কুমার দাশ সহ ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শত শিক্ষক, শিক্ষিকা অভিভাবক ও ছাত্র-ছাত্রী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বোরহানউদ্দিনের নির্বাহী কর্মকর্তা জনাব আঃ কুদদূস প্রতিযোগিদের নামের তালিকা প্রকাশ করেন। আরতী নৃত্য প্রথম স্থান অর্জনকারী হলেন, ডি টি এম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বিয়ন্তী দে, ভক্তি মুলক গানে প্রথম স্থান অর্জনকারী হলেন, দক্ষিন কুতুবা স্কুলের সহদেব দে, এবং গীতাপাঠের প্রথমস্থান অর্জনকারী হলেন, নিলিমা হালদার, প্রধান শিক্ষক,  কুতুবা সরকারী প্রথামিক বিদ্যালয়। প্রতিযোগীদের মধ্যে ব্যপক সাড়া পড়ে যায় যখন নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল দেশের বাহিরে থাকার কারনে, এখন বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হবে না, স্যার আসলে পুরুস্কার বিতরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top