কুতুবা ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরন

sagar-2

 কুতুবা ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরন

১০ই সেপ্টম্বর শনিবার সকালে কুতুবা ইউনিয়ন পরিশদে বিজিএফ এর চাল বিতরন করেন কুতুবা  ইউনিয়নের চেয়ারম্যান,  নাজমুল আহসান জোবায়েদ ও তার ইউনিয়নের নয় জন মেম্বার এবং সংরক্ষিত মহিলা আসনের তিন জন মহিলা মেম্বার। কুতুবা ইউনিয়নের ১২৫১ জনের মাঝে আসছে কুরবানী ঈদ উপলক্ষে বিজিএফ এর চাল বিতরন করা হয়। চাল বিতরনের সময় উপস্থিত কুতুবা ইউনিয়নের মেম্বার ফকরুল ইসলাম, আবদুল ওয়াদুদ, মাকসুদুর রহমান, অজিউল্যাহ বিশ্বাস, জাহের মাতাব্বর, কামাল পন্ডিত, ফজলু ফয়রাজি, মোস্থাফিজ হাওলাদার, হুমায়ুন গোলদার। সংরক্ষিত মহিলা আসনের রীনা বেগম, জোন্সা বেগম, বিনু বেগম। ঈদ উপলক্ষে বিজিএফ এর চাল পেয়ে ৬নং ওয়ার্ডের রেভু বেগম বলেন, ঘড়ে খাওয়ার চাল নাই, আজ চাল পাইছি। ঈদের আনন্দ বাইরা গেছে। ৫নং ওয়ার্ডের আবদুল মান্নান বলেন, ১০কেজি চাল পাইছি। ৬নং ওয়ার্ডের বাসিন্ধা মোস্থাফিজ বলেন, মেম্বার কামাল পন্ডিত ১০ কেজি চাল দিয়ে বলেছেন, ঈদের বিজিএফ চাল থেকে তোর জন্য একটা নাম রাখছি। সেই চাল আজ পাইলাম। চাল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন, কুতুবা ইউনিয়ন পরিশদের সচিব, মকিমজান বিবি। চাল বিতরন কালে টেগ অফিসারের দায়িত্বে ছিলেন, ফিরোজ আলম, কিন্তু তিনি অনউস্থিত কালে তার পরিবর্তে দায়িত্বে ছিলেন, মোকানিক হাসান। চাল বিতরন কালে হাসান বলেন, সঠিক ভাবে চাল দিচ্ছে, কিন্তু সব ওয়ার্ডে তো আমার একার নজর রাখা সম্বভ না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top