ভোলার কোষ্টগার্ড ও মৎস্য অফিসের চাঁদাবাজির নয়া কৌশল! ধরাশায়ী মৎস্যজীবিরা

Picsart_25-04-15_19-39-52-111.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ভোলার কোষ্টগার্ড ও মৎস্য অফিসের চাঁদাবাজির নয়া কৌশল! ধরাশায়ী মৎস্যজীবিরা। লালমোহনে দুটি অবৈধ ট্রলিং বোট আটক নিয়ে নাটক চলছে। সাধারণ জনগনের পাশে দাড়ানোর মানুষ নেই। সরকারি কর্মকর্তারা মানুষ নামের রাক্ষস।

সাগর চৌধুরীঃ ভোলার লালমোহনে মাছ ধরার দুটি অবৈধ ট্রলিং বোট আটক নিয়ে কোস্ট গার্ডের নাটকের শেষ নেই। বোট আটক নিয়ে এ যেনো লালমোহন কোস্ট গার্ড, উপজেলা মৎস্য অফিস, জেলা মৎস্য অফিস, জেলা কোস্ট গার্ড ও উপজেলা বিএনপির নেতাদের রোমাঞ্চকর নাটক।

গত (৬ এপ্রিল২০২৫) উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া লঞ্চ ঘাট থেকে ভারতীয় দুটি অবৈধ ট্রলিং বোট আটক করে কোস্ট গার্ড। বোট আটক করে প্রকৃত মালিকানার কাগজপত্র না দেখাতে পারায় নাজিরপুর লঞ্চ ঘাটের পশ্চিম পাশে নদীর কিনারে নোঙর করে রেখেছেন কোস্ট গার্ড লালমোহন জোন।

এরমধ্যে উপজেলা বিএনপি নেতাদের সাথে বোট ছাড়িয়ে নেয়ার বিষয়ে কয়েক দফা দরকষাকষির কথা বার্তাও হয়েছে।

কোস্ট গার্ডের বোট আটক নিয়ে স্থানীয়রা জানান, বোটে ভারতীয় শাড়ি ও মদ পাওয়া গেছে তাই কোস্ট গার্ড বোট জব্দ করে নিয়ে গেছে।

বোট আটকের বিষয়ে কোস্ট গার্ড লালমোহন জোনের মিডিয়া উয়িং কর্মকর্তা রাহাত বলেন, আমরা বাংলাদেশী ২টি ট্রলিং বোট আটক করেছি। তারা বোটের মালিকানার কাগজ পত্র দেখাতে পারেনি তাই বোট দুটি জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, আমরা বোট দুটি ভোলা সদর দপ্তরে নিয়ে যাবো আর কিছু জানতে চাইলে আপনারা জেলায় কথা বলেন। বোটে অবৈধ মালামাল পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না অবৈধ কিছু আমরা পাইনি তবে বোটের প্রকৃত মালিক নেই।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, বোট আটকের কথা রাত একটায় কোস্ট গার্ড আমাকে ফোন করে জানিয়েছেন, তারা বলেন সকালেই নাকি বোট ভোলা নিয়ে যাবে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বোট আটকের কথা কোস্ট গার্ড আমাকে জানায়নি।

কোস্ট গার্ডের জেলা গোয়েন্দা কর্মকর্তা হারুন বলেন, আমরা দুটি অবৈধ ট্রলিং বোট আটক করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে আপনাদের প্রেস রিলিজ দিবো। কিন্তু বোট আটক করেছে (৬ এপ্রিল২০২৫) এতদিন পার হলেও এখনো গণমাধ্যমে কিছুই জানাইনি কোস্ট গার্ড দক্ষিণ জোন(ভোলা)।

এই ঘটনায় এখন পর্যন্ত থানায় বা আদালতে কোন আর্জি জমা হয়নি! মানে এই শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশের প্রচলিত আইন ও বিধি ভঙ্গ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অমান্য করেছেন।

অভিযোগ আছে, ভারত থেকে ফিটনেস বিহীন এসব অবৈধ ট্রলিং বোট একটি চক্রের মাধ্যমে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসেন ভোলার লালমোহন, চরফ্যাশন,বাউফলের কালাইয়া, লক্ষ্মীপুর ও কলাপাড়ার কিছু চক্র। অবৈধ এ বোট গুলো বাংলাদেশের জলসীমায় চলাচলের অনুপযোগী।

চক্রটি বোট গুলো এনে প্রথমে রঙ পরিবর্তন করে এরপর খুলনা নৌ বাণিজ্য দপ্তরের একটি চক্রের মাধ্যমে বোটের নাম দিয়ে রুট পারমিট ও পায়রা বন্দরের নাম দিয়ে ইন্সফেকশন সার্টিফিকেট এবং হাইকোর্টে রিট পিটিশন দিয়ে আইনজীবীর মাধ্যমে একটি খসড়া তৈরি করে এসব অবৈধ বোটের মালিকানা দাবি করে।

উপজেলার গজারিয়ায় খালগোড়া ইউসুফ ব্রিকসের কাছে খালের মধ্যে সারিবদ্ধ ভাবে ১২টির ওপরে এসব অবৈধ ট্রলিং বোট দেখতে পাওয়া গেছে।

সেখানে ভারতীয় এসব বোটের মালিকদের নিয়ে একটি বোট মালিক সমিতিও গঠন করেছেন তারা।

জহির উদ্দিন(সমিতির সভাপতি), ফজলু মাতাব্বর(সমিতির সাধারণ সম্পাদক), মাস্টু মাঝি, শাহে আলম, জসিম, কালু মাতাব্বর, পংকজ মাঝি ,ফজলু কোম্পানি, কালাম কোম্পানি, ফারুক চৌকিদার, আব্বাস, মিজান ডাক্তার, খোকন, ইউসুফ, কবির, মাসুদ কোম্পানি,নবী মাঝি সহ আরও অনেকেই এসব বোটের মালিক। এদের কারও ১,কারও ২ এবং কারও ৩/৪ টি বোট রয়েছে।

এক একটি বোটের দাম কোটি টাকার ওপরে, চক্রটি ৭০/৮০ লক্ষ টাকায় এক একটি বোট বাংলাদেশে বিক্রি করে।

জব্দ বোটের মালিকানা দাবি করা ফারুক চৌকিদার বলেন, আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার, ভারতীয় শাড়ির বিষয় অস্বীকার করে তিনি বলেন, তিনটি ভারতীয় চাদর ছিলো।

এবিষয় কোস্ট গার্ডের দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা বলেন, এসব অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সমিতির সাধারণ সম্পাদক ফজলু মাতাব্বর বলেন, বোটের মালিকানার কাগজপত্রে গড়মিল আছে, সেজন্যই হয়তো বোট দিচ্ছে না।

একই সাথে ১০ -১২ টিরও বেশী বোট ভোলা জেলার লালমোহন উপজেলার নদীতে পাশাপাশি থাকলেও মাত্র দু’টিকে আটক করা হয়েছে। আর বাকি বোট মালিকদের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে লালমোহন উপজেলার জলসীমায় রাখা হয়েছে।

মানে টাকা দিবেন সবকিছু হালাল। টাকা দিবেন না আপনাকে হামলা, মামলা, মারধোর এমন কিছু বাদ রাখে না কোষ্টগার্ড।
সম্পতিক সময়ে কোষ্টগার্ডের কর্মকান্ড বেশ সমালোচনা কুড়িয়ে জেলায়। ভালো কাজের চেয়ে খারাপ কাজের জন্য বার বার গনমাধ্যমে সমালোচনার মুখোমুখি হতে হবে ভোলার দায়িত্বরত সদস্যদের।

এই বিষয়ে ভোলার কোষ্টগার্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করে বক্তব্য জানতে চাইলে, তিনি এই প্রতিবেদকে হুমকি দেন এবং বলেন মিডিয়া ব্লোক করে দিবো। সাধারণ জনগনের প্রশ্ন, কোষ্টগার্ড গনমাধমকে ব্লোক করতে পারে ?

নিজেরদের অপরাধ ঢাকতে গণমাধ্যম কর্মীদের সাথে বাজে আচরণ করা হয়। কেন বাজে আচরণ করে কোষ্টগার্ড সদস্যরা?

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কোর্ষ্টগার্ডের ঘুস বানিজ্য বন্ধ না হলে পরিনাম হবে খুবই ভয়াবহ। কোর্ষ্টগার্ডের প্রধান ও সিনিয়র কর্মকর্তাদের কাছে অনুরোধ রইলো, কতিপয় কর্মকর্তার অপরাধের বিচার করুন। এরা দেশের শত্রু। জনগণের শত্রু। এরা কোষ্টগার্ডের মত একটি চৌকস বাহিনীর সুনাম নষ্ট করছে।

এই রিপোর্ট তৈরীতে সর্তকতা অবলম্বন করা হয়েছে। কোষ্টগার্ডের চাঁদাবাজি রিপোর্ট করার কারণে অনেক সাংবাদিককে মারধোর করা হয়েছে। নৌ-ডাকাত বানিয়ে তাদের চালান করা হয়েছে। এছাড়াও এই রিপোর্ট তৈরী করতে কোষ্টগার্ডের বক্তব্য জানতে চাইলে,তারা খারাপ আচরন করেছেন। কোষ্টগার্ড এখনো কোন তথ্য জানান নি। এমনি এই রিপোর্ট করলে খুন করারও হুমকি দেওয়া হয়েছে, কোষ্টগার্ডের পক্ষ থেকে।

এই রিপোর্ট তৈরীতে লালমোহন উপজেলার সাংবাদিক, ভোলা সদরের সাংবাদিক এবং বরিশাল বিভাগীয় সাংবাদিকদের সাহায্য ও সহযোগিতা গ্রহন করা হয়েছে।

ভিডিও চিত্র দেখুন।

বিস্তারিত আরও আসছে….

আরও সংবাদ পড়ুন।

নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আরও সংবাদ পড়ুন।

নৌবাহিনী প্রধান পদোন্নতি পেলেন – শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান নৌবাহিনীর নতুন প্রধান হলেন

আরও সংবাদ পড়ুন।

ইলিশ বিশ্বের মধ্যে একটি সম্পদ যা বাংলাদেশে আছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

ইলিশের বাড়ি ভোলা আর বিভাগ বরিশাল – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

আরও সংবাদ পড়ুন।

বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

প্রকৃতিক ও সামুদ্রিক সম্পদ সঠিকভাবে ব্যবহার করলে দেশ আর গরীব থাকবে না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আরও সংবাদ পড়ুন।

আজ শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা, বোরহানউদ্দিনে চাল পায় নি দরিদ্র জেলেরা

আরও সংবাদ পড়ুন।

ভোলায় ৫২০ মণ ইলিশের জাটকা আটক

আরও সংবাদ পড়ুন।

ভোলায় ১৬ হাজার কেজি জাটকা জব্দ

আরও সংবাদ পড়ুন।

https://wnews360.com/archives/75430

আরও সংবাদ পড়ুন।

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

আরও সংবাদ পড়ুন।

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা আজ থেকে

আরও সংবাদ পড়ুন।

ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলায় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top