ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের কারণে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বীপজেলা ভোলার লালমোহন, তজুমদ্দিন সহ ১৯টি উপজেলার ২৯ মে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২৭ মে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশেষ প্রতিবেদকঃ ২৭ মে বরিশাল জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আবুল কালাম স্বাক্ষরিত এক পত্রে লালমোহন এবং তজুমদ্দিন উপজেলা পরিষদে ২৯ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগের আগৈলঝাড়া, গৌরনদী ছাড়াও ২৯ মে নির্বাচন স্থগিত হওয়া উপজেলাগুলো হচ্ছে শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী, মঠবাড়িয়া, তজুমদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও সংবাদ পড়ুন।
আজ ভোলার ৩ টি উপজেলা পরিষদের ভোট গ্রহন শুরু; সর্তক্য প্রহরায় আইনশৃঙ্খলা বাহিনী
আরও সংবাদ পড়ুন।
আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে – জেলা প্রশাসক আরিফুজ্জামান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
উপজেলা নির্বাচন – তৃতীয় ধাপে ১১২টি উপজেলার ভোটগ্রহণ ২৯ মে ২০২৪ হবে
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
উপজেলা নির্বাচন – চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১লক্ষ টাকা ভাইস-চেয়ারম্যান ৭৫ হাজার টাকা