বোরহানউদ্দিনে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিনে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আজ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জন জেলেকে ধৃত করা হয়েছে। 

আজকের অভিযানে ৩ জন কে এক বছর করে বিনাশ্রম  কারাদণ্ড দেয়া হয়। 

অন্যজন শিশু (বয়স ১৮ কম )হওয়ায় তার গার্ডিয়ানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসিয়াল ফেইসবুক থেকে হুবুহু তুলে ধরা হলো

” তেতুলিয়া নদীতে আজকের অভিযানে ইলিশ মাছ আহরণের অপরাধে চারজন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। বাকি ১ জনকে ৫০০০/- টাকা জরিমানা করা হয়। আটককৃত প্রায় ১০ কেজি মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত নৌকাটি পরবর্তীতে নিলাম করা হবে এবং জাল বিনষ্ট করা হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন:
১। মো: সাইফুল (২৫), কালাইয়া, বাউফল
২। মো: সোহাগ (২৭), কালাইয়া, বাউফল
৩। মো: সোহাগ (২৪), গলাচিপা,
জরিমানা: বিপ্লব(১৮)- ৫০০০/- টাকা জরিমানা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন: শোয়াইব আহমাদ, সহকারী কমিশনার ( ভূমি), বোরহানউদ্দিন, ভোলা।”

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো: সাইফুর রহমান বলেন, আজকের অভিযান পরিচালনা করে ৪ জন জেলেকে ধৃত করা হয়েছে।  ৩ জন কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে অন্যজন শিশু (বয়স ১৮ কম )হওয়ায় তার গার্ডিয়ানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top