চরফ্যাশনে ৫ মামলায় ৯ জন আসামিকে ১৭,৩০০ টাকা জরিমানা

চরফ্যাশনে ৫ মামলায় ৯ জন আসামিকে ১৭,৩০০ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধিঃ আজ শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ঘড়ের বাইরে বের হওয়ায় ও স্বাস্থ্যবিধি পালন না করার চরফ্যাশন উপজেলায় ৫ মামলায় ৯ জন আসামিকে ১৭,৩০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনের আগামী দিনগুলোতেও কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চরফ্যাশন উপজেলার এসি ল্যান্ড রিপন বিশ্বাস।

এদিকে সারাদিনে পুলিশ সহ আইনশৃঙ্খলার সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেছেন।

চরফ্যাশনের উপজেলার uno মোঃ রুহুল আমিন বলেন, ভোলা জেলার জেলা প্রশাসক মো. তৌফিক-ইলাহী চৌধুরী’র নির্দেশে আমরা আরও কঠোর ভাবে দায়িত্ব পালন করব। লকডাউনের সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top