কষ্ট
এমন মানুষ আর আছে কোথায়
জীবনের সাড়ে চৌদ্দ বছর জেলখানায় কাটায়
শুধু দেশ, দেশ আর দেশের মাটির জন্য…
এমন মানুষ আর আছে কোথায়
ছাত্রত্ব হারায় প্রতিবাদ করে অন্যায়ের
গরীব-দুঃখীদের পাশে দাঁড়ায়
এমন মানুষ আর কোথায় আছে
ফেলে আসে বন্ধুত্ব
অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য
এমন মানুষ আর আছে কোথায়
জনতার কাতারে দাঁড়ায় সাদা পোশাকে
চোখে তার স্বপ্ন, বুকে সাহস
বিশ্বাসে স্বাধীন বাংলার শ্বাস
এমন মানুষ আর কোথায় আছে
বজ্র কঠিন হুঙ্কারে জেগে ওঠে বাংলার মাটি-মানুষ
মুষ্ঠিবদ্ধ হাতে, মাঠে-ময়দানে হুহু প্রাণ ঊর্ধ্বে ছোটে –
এমন মানুষ আর আছে কোথায়
অধিকার আদায়ে জ্বলে জ্বলে ছাই
ফিনিক্সপাখি আবার ডেকে যায়
এমন মানুষ আর আছে কোথায়
সরল বিশ্বাসে সাহায্যের হাত বাড়ায়
বাংলার মাটিতে এমন মানুষ চিরঘুমন্ত বহমান
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
চলতে চলতে পথে পথে বাংলার আকাশ-বাতাস
খুঁজে ফিরে সেই প্রাণ
আবার বজ্রের সমান
হুঙ্কার হুঙ্কারে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে হবে ত্রাস!
শাহানা সিরাজী
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।