পৃথিবী জেগে থাকো – শাহানা সিরাজী

Picsart_24-04-27_22-03-48-452.jpg

পৃথিবী জেগে থাকো

তিতাসের গৌরবের সাথে মালোপাড়ার গৌরব
তিতাসের জীর্ণ-শীর্ণ দেহে মালোপাড়ার স্থান হয়েছে?
তেমনি সাগরমন্থনের তৃষ্ণা চিরায়ত
একবার এ তৃষ্ণা হারালে
পৃথিবীর গৌরব থাকে?
জীর্ণ-শীর্ণ পৃথিবীর বুকে সাগর তখন মৃত!

ও পৃথিবী, জেগে থাকো পূর্ণিমার চাঁদের মতো
দুপুরের রৌদ্রের মতো
সন্ধ্যার তারার মতো
সাগরের বুকে উড়ুক ময়ূরপঙ্খী নাও,
লতা আঁকা,ফুল আঁকা,হাতি-ঘোড়া, বাঘ-সিংহ-হরিণ আঁকা

কূলে কূলে আঁছড়ে পড়ুক নানান কিসিমের ঢেউ
সে ঢেউ শুধু সাগরের বুকে নয়
পৃথিবীর বুকেও নাচুক উদ্দাম নৃত্যে!

তিতাসের চঞ্চল ঢেউ যেমন করে অস্থির করতো
উদোমবাহুর মালোপাড়ার নারীদের
যেমন করে তারা মুক্তোর মালার মতো গেঁথে থাকতো একতায়
আপন সংস্কৃতির শেকড় হৃদয়ের গভীরে প্রোথিত করে
কাঁদতো তিতাসের রুগ্ন, ঢেউ এর দিকে চেয়ে-
তেমনি যদি সাগর রুগ্ন হয়
পৃথিবী তবে কোন গ্রহে মুখ লুকাবে!


শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই ব্রাহ্মণবাড়িয়া
কবি,প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক

আরও লেখা পড়ুন।

অশিক্ষা -কুশিক্ষা থেকে নিজেকে মুক্ত রাখুন – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

ও আমার দেশ: তারা কোথায়? – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

তখন – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

পরদেশ – শাহানা সিরাজী

আরও লেখা পড়ুন।

ঘুরে এলাম স্ট্যাচু অব লিবার্টি – শাহানা সিরাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top