বাঁচতে চাই
যতই চিৎকার করি
দলে যাও ফেলে যাও
শ্বাসরোধ হতে হতে বেঁচে চাই
আর যদি শ্বাসরোধ হয়েই যায়
শুনি ঢাকের বাড়ি ঢোলের বাড়ি
শুনি করতানের ঝংকার শুনি বেহালার করুণ ধ্বনি
হট্টগোলের মিছিলে বার বার বহুবার শ্লোগান শুনি
তখন আমি সত্যি পাথর কিংবা ধুলি
কেউ আহত হয়
কেউ গায়ে মেখে নেয়
কোনটাই আমার ইচ্ছাতে নয়
তখন নৈঃশব্দের দেশে নীরবতার সাথে মেশানো আমি
না হাসি
না কান্না
না আবেশ
না অনুরাগ
সব লাফালাফি দাপাদাপি চলে যায় বাতাসে শিস কেটে
আমার কিছুই আসে না যায় না
নিশ্চয়ই তোমাদেরও না!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ, কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।