বোরহানউদ্দিনে অবৈধ বালুর পাইপ বসানোয় দুর্ঘটনা; নিহত একজন আহত পাঁচ

বোরহানউদ্দিনে অবৈধ বালুর পাইপ বসানোয় দুর্ঘটনা; নিহত একজন আহত পাঁচ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি আদেশ অমান্য করে অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে তেতুলিয়া নদী থেকে বালু তুলছে প্রশাসনের নাকের ডগায়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস বা পুলিশ প্রশাসন কেউ কোন ব্যবস্থা গ্রহন করেনি।

রাস্তায় বালু তোলার পাইপ বসিয়ে রাস্তায় পতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ বালু ব্যাবসায়ীরা। গতকাল একইস্থানে পর পর তিনটি দূর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় একজন নিহত ও অপর পাঁচ জন গুরুতর জখম হয়। আহতরা ঢাকা ও বরিশাল সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।

বোরহানউদ্দিন পৌরসভার ২নং ওয়ার্ডে সড়কের উপর দিয়ে অবৈধ বালুর পাইপ রাতে টেনে নেওয়া হয়। বালুর পাইব খোয়া দিয়ে ঢেকে দেয়ায় ওই উঁচু স্থান না দেখে প্রথমে বিআরডিবিতে চাকুরীজীবি সবুজ মোটরসাইকেল নিয়ে গুরুতর জখম হন। এর কিছুক্ষণ পরই অট্রোবাইক ৪ জন যাত্রী নিয়ে গুরুতর আহত হন। এরপর একই স্থান দিয়ে কুতুবা ৪নং ওয়ার্ডের জাহের মাতাব্বরের ছেলে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে জসিম মাতাব্বরের ছেলে রুহানসহ মারাত্মক জখম হন। তাদেরকে বরিশাল নেয়ার পথে রুহান মারা যান। বাকীরা ঢাকা ও বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দূর্ঘটনার পর এভাবেই রাস্তার পাশে পাইপগুলো রেখে দেওয়া হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির জানান, শুনেছি বালুর পাইপ নিতে গিয়ে সড়ক উঁচু রাখায় একই স্থানে দুর্ঘটনা ঘটেছে। এদের মধ্যে ১ জন মারা যাওয়ার কথা শুনেছি। বাকীরা চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরোও জানান, এখন পর্যন্ত কেউ থানা অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top