রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে প্রেম বঞ্চিত সংঘ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে প্রেম বঞ্চিত সংঘ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসবে মেতেছে সারাদেশ। যখন প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত সারাবিশ্ব। তখন এর বিপরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ-সমাবেশ করেছে প্রেম বঞ্চিত সংঘ।

আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারের পেছনের আম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আম চত্বরে এসে বিক্ষোভি মিছিলটি শেষ হয়।

এসময় বঞ্চিত সংঘের সদস্যরা শ্লোগান দেন-
‘তুমি কে, আমি কে-বঞ্চিত, বঞ্চিত’;
‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’;
‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’;
প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।

বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি তামির হোসনে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনির নেতৃত্বে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়াও তারা সবার মাঝে মাস্ক বিতরণ, গণস্বাক্ষর কর্মসূচি ও দরিদ্র পথশিশুদের আহারের ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top