রাজধানীতে আজ সমাবেশ করবে – বিএনপি

Picsart_23-06-03_09-56-53-354.jpg

 
নগর প্রতিবেদকঃ খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় আজ সমাবেশ করবে বিএনপি। 

শুক্রবার বিকাল ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবদুস সালাম। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, মহানগরের নেতা নবী উল্লাহ নবীসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি। 

এদিকে ১৯টি শর্তজুড়ে দিয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ডিএমপির কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফের সই করা এক লিখিত স্মারকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১০ মে বিকাল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।

এর আগে সমাবেশের অনুমতি নিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির তিন নেতা।

তিন সদস্যের ওই প্রতিনিধিদলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।

আরও সংবাদ পড়ুন।

উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করছে – বিএনপি

আরও সংবাদ পড়ুন।

সুপ্রিম কোর্ট বার – সভাপতির দায়িত্ব নিচ্ছেন খোকন

আরও সংবাদ পড়ুন।

৩০ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে – মির্জা ফখরুল

আরও সংবাদ পড়ুন।

কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই – মির্জা ফখরুল

আরও সংবাদ পড়ুন।

অষ্টমবারের মতো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়লো

আরও সংবাদ পড়ুন।

বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না – রুহুল কবির রিজভী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top