ঝড় – বৃত্ত মিস্ত্রী
মুশালধারে বৃষ্টি ছিল
সাথে ছিল ঝাড়
তারই সাথে বজ্রপাত
করছিল মরমর
চারিদিকে দারুম দুরুম
ভাংলো যেনো ঘর
সবাই ভয়ে বড় চক্ষু ঝুজে
বুক করে ধরফর
বৃষ্টি বাতাস থামলো সবই
থেমে গেলো ঝড়
যন্ত্র দিয়ে সারলো সবাই
ভাংলো মাদের ঘর
মনের মাঝে যে ঝড় এলো
থামলো নাতো আর,
কার পিয়াসে এমন যেন
করছে হা- হাকার
বৃত্ত মিস্ত্রী
পিতাঃ মিলন কুমার গোলদার
সহকারী শিক্ষক
বড়মানিকা কাশেমিয়া দাখিল মাদ্রাসা।
বোরহানউদ্দিন, ভোলা।