বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন! প্রভাবশালীরা মানছে না এসি ল্যান্ড ও uno এর নির্দেশ

Picsart_24-03-10_16-37-04-850.png

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও এসি ল্যান্ড নিজে এসে নিষেধ করা সত্বেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না ? তাহলে কি এরা প্রশাসনের চেয়েও শক্তিশালী ?
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরসভার ভেতর কোন অবৈধ বালুর ব্যবসা চলবে না। পৌরবাসির কষ্ট হয় এমন কাজ করা যাবে না।

সাগর চৌধুরীঃ আজ রবিবার (১০ মার্চ২০২৪) সরোজমিনে গিয়ে দেখা যায়, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাইস্কুলের সামনের খাল থেকে অবৈধভাবে ড্রজার বসিয়ে বালু তুলছে, এখানকার প্রভাবশালীরা।

অপরদিকে, বোরহানউদ্দিন পৌরসভার খেয়াঘাট ব্রীজ সংলগ্ন খাল থেকেও বালু উত্তোলন করছে আরেক প্রভাবশালীরা।

তারা অবৈধভাবে তেতুলিয়া নদী থেকে বলগেট ভর্তী করে বালু নিয়ে আসে এবং দিনে ও রাতে পাইপের মাধ্যমে তিন ফসলি জমি ভরাট করে।

অবৈধভাবে তেতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করে বলগেট দিয়ে এনে পাইপের মাধ্যমে পরিবহন করছে প্রভাব শালীরা। এলকার সবার চোখের সামনে দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে নিলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলছে না। কুতুবা ইউনিয়নের সরকার বাড়ীর দরজায় পাইপসংযোগ দিয়ে অবৈধ বালু উত্তোলন করে তিন ফসলি কৃষি জমি ভরাট করছে।

স্থানীয়দের অভিযোগ, এখানে সরকারি একটি স্কুল আশপাশে স্থানীয় মানুষ বসবাস করে, শ্যালো মেশিনের শব্দে কানে তালা লেগে যায়। কিন্তু অবৈধ বালু খেকোরা অবৈধভাবে বালু তুলেই যাচ্ছে।

সরকারি আইনে অবৈধভাবে বালু উত্তোলন
করলে জেল ও জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান থাকলেও প্রভাবশালীরা বোরহানউদ্দিনে বছরের পর বছর এখানে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও এসি ল্যান্ড নিজে এসে নিষেধ করা সত্বেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না ? তাহলে কি এরা প্রশাসনের চেয়েও শক্তিশালী ?

বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরসভার ভেতর কোন অবৈধ বালুর ব্যবসা চলবে না। পৌরবাসির কষ্ট হয় এমন কাজ করা যাবে না।

দিনে ও রাতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন প্রশ্নের জবাবে, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, স্থানীয় মানুষের কষ্ট হলে তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বোরহানউদ্দিন থানায় জানাতে পারে, uno বা এসি ল্যান্ডকে জানাতে পারে।

uno বা এসি ল্যান্ড আইনগত পদক্ষেপ গ্রহন করলে খুশি হব।

uno বা এসি ল্যান্ড আইনগত পদক্ষেপ কেন গ্রহন করছে না ? জানতে চায় স্থানীয় সচেতন মানুষ।


অবৈধভাবে বালু উত্তোলন করে তিন ফসলি জমি ভরাট করা দন্ডনীয় অপরাধ। তারপরও কৃষি জমি নষ্ট করছে তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি জমি নষ্ট না করার অনুরোধ করলেও শুনছে না প্রভাবশালীরা। আইন শুধুই কাগজে কলমে।

অপর দিকে ভুক্তভোগী স্থানীয়রা প্রশ্ন করেন, তাহলে তারা কি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এসব অবৈধ বালু উত্তোলন করছে?

জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করে স্থানীয়রা জানান, প্রতিষ্ঠান প্রধানের সুনাম রক্ষা পায় তার অধস্তন কর্মকর্তাদের কাজে। কিন্তু বোরহানউদ্দিন উপজেলা অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন কেন করছে না, কোন জুজুর ভয়ে?

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে লঞ্চঘাটে অবৈধ বালু উত্তোলন – উপজেলা নির্বাহী কর্মকর্তা’র অভিযান

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে জমজমাট অবৈধ বালুর ব্যবসা; প্রশাসন নিরব

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এসি ল্যান্ডের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top