বোরহানউদ্দিনে লঞ্চঘাটে অবৈধ বালু উত্তোলন – উপজেলা নির্বাহী কর্মকর্তা’র অভিযান

Picsart_23-09-10_21-50-47-791-scaled.jpg

আজ রবিবার সন্ধ্যায় বোরহানউদ্দিনের লঞ্চঘাটে অবৈধ বালু উত্তোলন ও অবৈধভাবে পরিবহন করার অপরাধে অভিযান পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান ও বোরহানউদ্দিন উপজেলা এসি ল্যান্ড নাজমুল হাসান।

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভার লঞ্চঘাটের ব্রীজ সংলগ্ন খালের তীরে, তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বলগেট থেকে লোড-আনলোড করেছে ভূমিখেকো,তেতুলিয়া নদীর বালু খেকো, একাধিক ক্ষমতা ধর মহল।

অবৈধভাবে বালু উত্তোলন করে, সেই বালু তিন ফসলি জমির উপর ফেলছে। অবৈধভাবে বালু উত্তোলন করে তিন ফসলি জমির ফেলে ফসলি জমি নষ্ট করছে ভূমিখেকো,বালু খেকোরা৷ যেখানে আর কৃষক কৃষি ফসল ফলাতে পারছে না। ব্যহত হচ্ছে স্থানীয় কৃষি পন্যের উৎপাদন। সরকার হারাচ্ছে লক্ষমাত্রার অর্থনীতির সূচক।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কৃষিজমি রক্ষার আদেশ অমান্য করেছে অপরাধীরা।

এদিকে, তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদীতে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। উপকূল সহ বোরহানউদ্দিনের বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ,অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হোক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, লঞ্চঘাটের পাশের ছায়াঘেরা ঘন নারকেল সুপারি বিশাল বাগানে শত শত পাখির নিরাপদ আসাবস্ত্রল ছিল কিন্তু অনবরত এই বালুখোকো, ভূমি খোকো, দিনে রাতে ডিজেল ইঞ্জিনের জোড়ালো শব্দে চারপাশ থেকে হাজার হাজার পাখি এখানে আসা বন্ধ করে দিয়েছে। পরিবেশে ক্ষতি সাধন করছে।

অভিযোগ করে বলেন, কোথায় এদের বিচার হবে? মানুষ মারলে থানায় মামলা হয় কিন্তু এরা তিলে তিলে পরিবেশের ক্ষতি করছে বরং মানুষের ক্ষতি করছে।

বলগেড থেকে নির্গত ডিজেল ও ঘন মবিল পানির উপর ভেসে প্রলেপ তৈরী করে। বিভিন্ন প্রজাতিরপ্রাণী ক্ষতি সাধন করছে, বলেন অভিযোগ কারীরা।

সংবাদ পড়ুন।

এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধভাবে পরিবহন করার চিত্র ও ভিডিও ফুটেজ দেখে আজ সন্ধ্যায় সরোজমিনে অভিযানে নামেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান ও বোরহানউদ্দিন উপজেলা এসি ল্যান্ড নাজমুল হাসান।

তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী, বোরহানউদ্দিন থানার এস আই আলতাফ হোসেন ও তার সঙ্গীয় পুলিশ সদস্যগণ।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে লঞ্চঘাটে অবৈধ বালু উত্তোলন! দেখার কেউ নেই

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এসি ল্যান্ডের অভিযান

আরও সংবাদ পড়ুন।

পক্ষিয়া ইউনিয়নে বেড়ীবাঁধের ব্লক উঠিয়ে অবৈধ বালুর পাইপ লাইন; নয়-ছয় সরকারি টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top