সময় অসময় – শাহানা সিরাজী
অসময়ে ঝড় উত্তাল সাগর
আমিও এলোমেলো
পথ হারাই হারাই
অথচ সাগরে তখন দুই নাম্বার সিগন্যাল!
এ সময়ে বৃষ্টি হলে নষ্ট হয় কৃষ্টি
এ সময়ে ঝড় এলে গৃহহারার বিপদ!
অট্টালিকা নয় সামান্য কুঁড়ে ঘর
তাও পুড়িয়ে দিয়েছে ইতরবিশেষ
তাজ্জব নারকেল সুপারি, এ কোন বিপদ!
মানুষ নাকি দাড়খিলা!
আমি স্থির অনড় ভাঙাপাড়ে
ধুপধাপ পাড় ভাঙার আওয়াজ শুনি
ও অকূলের গতি, এবার উড়াও তোমার বিজয়নিশান!
থেমে যাক ঝড়
শান্ত হোক সাগর
হিটলার সময় আসুক ফিরে
আমি চেয়ে থাকি অগ্রিম মননে
তোমার কুহক স্মরণে………
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।