ভোলার দৌলতখানে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠীত হয়েছে
দৌলতখান প্রতিনিধিঃ আজ শনিবার ভোলার দৌলতখানে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠীত হয়েছে। উপজেলা প্রানীসম্পদ কার্য্যালয় এর তত্বাবধানে, হালিমাখাতুন ডিগ্রি কলেজ মাঠে উদ্ভোধনী ও সমাপনী মেলার আয়োজন করা হয়।
শনিবার (৫ জুন) সকালে সময় ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন ডিগ্রি কলেজ মাঠে মেলে উদ্বোধন করেন নির্বাহী অফিসার তারেক হাওলাদার।
উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ সারথী দত্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার,সহকারি কমিসনার ভূমি মহুয়া আফরোজ, উপজেলা পরিষধ ভাইস-চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, উওর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন, সৌয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার, চরপাতা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন,যুবউন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরি।
আজকের মেলায় উপজেলার বিভিন্ন খামারি গন তাদের গৃহ পালাত পশু বিভিন্ন ষ্টলে প্রদর্শন করেন। উওর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটনের খামারের পশুগুলো দৃষ্টি কারে সবার। অনুষ্ঠানে প্রানীসম্পদ কার্য্যালয় এর বিভিন্ন প্রক্লপের মাঠ কর্মিরা অংশগ্রহন করে।