‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

Ban_Govt4.jpg

২০১৮ সালের ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

বিশেষ প্রতিবেদকঃ ২০১৮ সালের ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এ বছর ১৯টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করবে।

রবিবার (২৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবছর জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ প্রদান করা হয়।

মনোনীত প্রতিষ্ঠানগুলোর মাঝে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে চারটি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে চারটি, ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে তিনটি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি, কুটিরশিল্প ক্যাটাগরিতে তিনটি ও হাইটেক শিল্প ক্যাটাগরিতে দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে।

রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top