সাগর চৌধুরীঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) উজ্জ্বল মল্লিককে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদাবনতি দিয়েছে রাজউক কর্তৃপক্ষ।
বুধবার (৬ নভেম্বর ২০২৪) রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে নানা সময় ক্ষমতার অপব্যবহার, ইচ্ছেমতো অফিস করা, অনৈতিক সুবিধা নেয়া, লেকের অংশ কেটে প্লট করা, কমিশন বাণিজ্য, ঘুষ নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান থাকা অবস্থায়ও ক্ষমতার বলে পদোন্নতির নেন। সর্বশেষ গত ২ অক্টোবর আদালত তার বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করেছিল।
চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার কারণ দর্শানোর জবাব, বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন, ব্যক্তিগত শুনানি এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে এসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে।
সেজন্য রাজউকের (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা-২০১৩ এর বিধি ৩৮(১) দফা খ(অ) মোতাবেক আদেশ জারির তারিখ থেকে পাঁচ বছরের জন্য তিনি অবনমিত পদে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে অবনমন হওয়া পদের বেতন কাঠামো অনুযায়ী তিনি বেতন ভোগ করবেন।
এই সময়ে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির জন্য বিবেচিত হবেন না।
তবে দণ্ডের মেয়াদ শেষ হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে আগের বেতনস্কেলে প্রত্যাবর্তন করবেন।
আরও সংবাদ পড়ুন।
https://wnews360.com/archives/70628৷
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
রাজউকে দুর্নীতির সিন্ডিকেট গঠন; ঘুষের গ্রহন সহ একাধিক অভিযোগে – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
রাজউক চতুর্থ শ্রেণির কর্মচারী দেবাশীষ বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত রাজউকের
আরও সংবাদ পড়ুন।
রাজউক এর নিয়ম ভঙ্গ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
রাজউক এ অনুমোদনহীন দোকান ও গুদামঘর গড়ার অভিযোগে দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
হাইকোর্ট – রাজউক কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিষয়ে জানতে চান
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
হাইকোর্ট রাজউকের কোটিপতি কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন
আরও সংবাদ পড়ুন।