ওহে ললনা!
ওহে ললনা!
কার ঘরের কন্যা তুমি
কার ঘর রাজকুমারী!
কার বাগানের ফুলকলি –
ওহে ললনা!
কোন গগনের চন্দ্র তুমি
কার আকাশে সুখতারা!
কার আলোতে আলো জ্বালি –
ওহো ললনা!
কোন পরানে বাঁধো প্রান তুমি
কার কপোত মেলেডানা!
কার হাতের ফুলের ডালি –
ওহে ললনা! – সাগর চৌধুরী
রবিবার মধ্যরাত/
০৩/১০/২০২১