মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর
শিক্ষা প্রতিবেদকঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ের মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণে অংশ নিতে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিষয় ভিত্তিক শিক্ষকদের তালিকা পাঠানো নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর২০২৩) অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক মো. জিয়াউল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর২০২৩) সকালে এ বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম-নবম শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষকদের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণ শিগগির শুরু হতে যাচ্ছে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল পর্যায়ের ইআইআইএন-ধারী ও ইআইআইএন-বিহীন সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী পূর্ণকালীন ও খণ্ডকালীন বিষয়বিভিত্তিক শ্রেণি শিক্ষকদের তালিকা প্রয়োজন।
আগামী ৫ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া লিংকের মাধ্যমে তালিকা পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
অনিয়ম ও দুর্নীতিতে ডুবছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর – দুদকে মামলা ও তলব