মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর

Picsart_23-09-30_09-28-29-267.jpg

 

মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর

শিক্ষা প্রতিবেদকঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ের মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণে অংশ নিতে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিষয় ভিত্তিক শিক্ষকদের তালিকা পাঠানো নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর২০২৩) অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক মো. জিয়াউল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর২০২৩) সকালে এ বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম-নবম শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষকদের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণ শিগগির শুরু হতে যাচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল পর্যায়ের ইআইআইএন-ধারী ও ইআইআইএন-বিহীন সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী পূর্ণকালীন ও খণ্ডকালীন বিষয়বিভিত্তিক শ্রেণি শিক্ষকদের তালিকা প্রয়োজন।

আগামী ৫ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া লিংকের মাধ্যমে তালিকা পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও সংবাদ পড়ুন।

দেশের সব মাদ্রাসায় নামফলক ঝোলানোর নির্দেশ

আরও সংবাদ পড়ুন।

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন শুরু

আরও সংবাদ পড়ুন।

অনিয়ম ও দুর্নীতিতে ডুবছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর – দুদকে মামলা ও তলব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top