ন্যাপ্রোসিন – শাহানা সিরাজী
ব্যথাবুড়ি যতোই চেপে ধরো
ন্যাপ্রোসিনে যাবেই তুমি
সত্যি বলছি সরো!
দেহের ব্যথা এমন কি আর
দেহের ব্যথা কী
মনের ভেতর মোখা – টোখা
কত চলন কত ঝড়ের কি!
ঝমঝমাঝম ঝরে বাদল
নাচন পাতায় পাতায়
যে পাতাটি পড়লো ঝরে
নেই যে হিসাব খাতায়!
গাছের ব্যথা মাছের ব্যথা
ব্যথা নরম মাটির
এতো ব্যথায় যায় হারিয়ে
কোন সে ব্যথা পাটির!
আরও পড়ুন।
কোন কুঁড়িটি খেলো পোকা
কোন কুঁড়িটি শুকালো
কোন কুঁড়িটি হাসতে গিয়ে
ডাল ভেঙে সে পড়লো
কোন ডালে যে নতুন পাতা
কোন ডালে যে আগুন
কোন ডাল যে শূন্য হলো
বুঝবে কেমনে ফাগুন!
ঋতু চক্রের এতো বদল
মাটির তাতে কী
মাটি কেবল সয়ে যায়
ঢালো তপ্ত ঘি!
হাঁটুর ব্যথা কোমর ব্যথা
ব্যথা সকল আঙুলে
সকল ব্যথা যাই সয়ে
মনের ব্যথায় জঙ্গলে….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ,পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।
আরও পড়ুন।
আরও পড়ুন।