একাকার
মোঃ আঃ কুদদূস
দুটি দেহ দুটি মন আজ
হয়ে গেছে একাকার
প্রিয়া বলে ওগো সাথী
কাছে টেনে লও একবার
চলো ওগো যাই হারিয়ে
সব বেদনা ফেলে যে
দুটি দেহ দুটি মন আজ
হয়ে গেছে একাকার।
আমার এ মন চায় শুধু যে
তোমার ঐ হাসিটাকে
যে হাসিতে প্রাণ যায় ভরে
ঢেকে ফেলে ক্ষোভটাকে
মায়াবী মুখ আদুরে মুখ-
ভালোবাসা অবিরাম
এ মন জুড়ে সারাটি ক্ষণ
হাসিটা থাকে তোমার।
তুমি কাঁদলে কাঁদে এ মন
শত কষ্টে নিরন্তর
কুকরে উঠে হাজার ব্যথায়
অবুজ আমার এ অন্তর
নিরবে জল গড়িয়ে পড়ে
দুই নয়ন হতে যে
পৃথিবীতে এমন সুখ
আর যে নাই কিছুতে।
তোমার হাসি তোমার কান্না
মিশে আছে জীবনে
তাই তো তোমায় নিয়ে ভাবি
সব রাত কিংবা দিনে
দুটি দেহে একটি প্রাণ আজ
প্রেম-বাসা বেধেছে যে
যদি সুযোগ হয় গো তোমার
এসো তুমি আরেকবার।
স্বরবৃত্ত ছন্দ।