হৈমন্তিকা – শাহানা সিরাজী
হালকাকুয়াশায় ঢেকে রেখে মুখ
কী বলতে চাও,গাঁয়ের উদল যুবক?
পত্রঝরা বৃক্ষের বুকে দুঃখ নিদারুণ আবাস গড়ে
পাতারা ঝরে পাতারা মরে পাতারা শুকিয়ে যায়
হৃদয়ের মাঝনদী ঝড়ের তাণ্ডবে যেমন আহত হত! নাড়াপোড়া মাঠ বিরান যেন কোথাও কিছু নেই,মাথামুড়ে প্রকৃতি লজ্জায় নুয়ে কলাপাতায় মুখ ঢাকে, তুমিও তেমনি ভাঙাতীরে বসে মহুয়ার ঘ্রাণ চাও। গরবিনী হেমন্ত সোনালী ধানের ঝরে পড়ার শব্দে বিভোর কান পাতে।
চাষীরা তখন সুরের গায়ে নতুন শব্দ সাজায়
তুমিও তেমনি শব্দ বুনে বুনে শব্দের চারা লাগাও
বিহবল আমি হৈমন্তিকার বিষন্ন সাঁঝে শিশিরের যাপন দেখি।
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ) পিটিআই, মুন্সীগঞ্জ।
কবি,প্রাবব্ধিক ও কথা সাহিত্যিক।