প্রেম নিবেদন
শাহিনা খাতুন
এক শবেবরাতের রাতে
কিশোর বেলায়
সে এক দারুণ গল্প
জোছনা রাত
বড়রা হালুয়া রুটি বিলিয়ে
নামাজের প্রস্তুতিতে ব্যস্ত
আর আমরা সাতজন কানাঘুষায় ব্যস্ত
ইলেক্ট্রিসিটি বন্ধের অপেক্ষায়
হৈ হৈ রৈ রৈ করে মাঠে নামবো
এপার ওপার দৌরে যাবো
কে কার আগে যায়
নিলু সবদিন লাড্ডুগাড্ডু
আর রবিন প্রায়শই ফার্স্ট
মাঠের শেষ পোল ছুঁতেই হবে
নাহলে ডিসকলিফাই
মিলন বরাবর না ছুঁয়েই বলে ছুঁয়েছি
এ নিয়ে ঝগড়া নিত্যকার হতো
একদিন শবেবরাতের রাতে
আমি মাঠের শেষ পোলের প্রায় কাছে
কে যেন ফিসফিস করে ডাকলে
একটু দাড়াও
অল্প আলোয় চিনে নিলাম
আসলামের ভাই বকুল
বললাম কিরে ?
আমার ডান হাতটা টেনে
হাতের ভিতর একটা কাগজ গুঁজে
একছুটে কোথায় পালিয়ে গেল
আমি পোলের নীচে দাড়িয়ে
ভাজ করা কাগজখানা খুলে দেখি সম্বোধন
প্রিয় আমার
আমি কাঁপছিলাম
ভয়ে না অন্য কারনে আমি জানিনা
দৌরে ঘরের দরজা দিয়ে
চিঠিটা বারবার পড়েছিলাম
সেদিন পূর্নিমার রাত ছিলো
আর যেন কিছু ছিলো
কারো প্রথম প্রেম নিবেদন ছিলো।