ছোঁয়া
মোঃ আঃ কুূদদূস
তোমার ছোঁয়া ছুয়েছে আমার এ প্রাণ
স্বপ্নেও তাই খুঁজে পাই তোমার সুঘ্রাণ
রাতের মায়াবী পরী হয়ে এসো তুমি
একটু শুধু ছুঁয়ে দিও অামি র’ব ঘুমি।
তোমায় ছোঁয়া জাগায় কী যে শিহরণ!
অনুভবি তা নিদ্রায় হয়ে জাগরণ
পাখির কোমল পাখে উষ্ণতা যেমন
তোমার নরম হাতের ছোঁয়া তেমন।
তোমার ছোঁয়া আমাকে বানায় পবিত্র
আঁধারে থাকে নিশ্চুপ নিষ্পলক নেত্র
আহলাদের আলতো অনুরাগ টানে
তোমার ছোঁয়া সুর তুলে আমার প্রাণে।
তোমার কোমল স্পর্শে আছে কী যে যাদু!
অনুভবে এত মিষ্ট যেন অম্ল মধু
আঁধারে অধরে লাল টুকটুকে ছোঁয়া
কঠিন, নয় তো ছেলের হাতের মোয়া।
ছোঁয়া তোমার আমাকে দেয় আলপনা
আঁকি আলেখ্য তোমার করিয়া কল্পনা
সুখের ছোঁয়া পেতে চাই গো আমরণ
দুঃখ ছাড়া যদিও হয় না কোন জীবন।
আকাশ ছোঁয়া কল্পনা নিয়ে আছি আমি
যদিও তা জানে না ঐ চির দিনের প্রেমি
তোমার নিঃশ্বাস ছুঁয়ে যায় এই দেহ
আমি বুঝেছি তোমার বিচ্ছেদ বিরহ।
তোমার একটু ছোঁয়া পেতে কত কাল
প্রতীক্ষা শেষে আসবে সোনালি সকাল
সুপ্ত আবেগাপ্লুত হয়ে ভাবি তা আজ
জীবন সায়াহ্নেও যেন হেরি মম তাজ।
১০ আগস্ট ২০১৮
লঘু পয়ার ছন্দ