চলতে চলতে – শাহানা সিরাজী
প্রয়োজন-যোজন-বিয়োজন -উপযোজন
অপূরক -অশান্ত-ভ্রান্ত ইল্যুশন
চোখের কোলে হলুদ ছাপ মানেই এনিমিয়া
সাপুড়ের দর্প চূর্ণ করে মৃত্যুঞ্জয় মৃত্যুর কোলে
সমাজচ্যুত বিলাসীর ভয় মৃত মৃত্যুঞ্জয়ে !
প্রয়োজনের আকার যোজনের প্রকার
উপযোজনের বিকার বিয়োজনের কাছে নত-
ফেরারী সময় নক করে বিষন্ন রাতের দরজায়
বিরক্তির কান ধরে চড় দিয়ে দরজা খুলি
অসংখ্য জোনাকী তারার মেলা বসিয়ে
পশরা সাজায়-
আশ্চর্য দৃঢ়তা অলস ভাবে চোখ বন্ধ করে
ওসবে আর পরাণ দোলে না!
একবার পিঁপড়ার বাসা ভেঙে গেলে
বোঝা যায় জ্বালা কত গভীর!
প্রার্থনারত সব গাছেরা জেগে ছিলো সারা রাত
তাদের প্রার্থনায় কী ছিলো
বলতে পারেনি কাল বৈশাখের ঝড়ও
আমি তো সামান্য মানবী
অসামান্য আলোর ভাষা বুঝবো কী!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ,পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।