তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “ধোকা”।

Uno.1.jpg

ধোকা
মোঃ আঃ কুদদূস

হাসির মাঝে লুকিয়ে থাকে প্রবঞ্চনা
যতই বলো তোমায় আমি আর চাই না
আমি বুঝতে চাই না আর তোমার কথা
কথার ফাঁকে দিয়েছো তুমি শুধু ব্যথা।

সরলতার সুযোগ তুমি নিয়েছো বেশ
তুমি পরেছো ভালোবাসার মিথ্যা বেশ
এখন বুঝি সেদিন কেন গেছো হারিয়ে
যখন আমি পড়েছিলাম একা ঘুমিয়ে।

পায়ে পায়ে তোমার কী মিথ্যা অভিনয়
অভিনয়ের কারণে তোমাকে চেনা দায়
নিঁখুত ছিল তব ছলনার মায়াজাল
সে জালে আটকে বৃথা গেল বহু কাল।

হয়তো ভেবেছো তুমি এভাবে দিবে ধোকা
নিজেকে ভাবো জ্ঞানী, এছাড়া সব বোকা,
তাই তো বলো নি সেই দিন কে এসেছিল
ঠাণ্ডা মাথায় সে মোরে খুন করেছিল।

মায়ার ভুবনে তুমি বড় অসহায়
নিঃস্ব তোমাকে হতে হবে সব হারায়ে
পারে নি কেউ হইতে সুখী করে শঠতা
ছলচাতুরী আনবে ধ্বংসের বারতা।

ভালোবাসার জগতে যে কলঙ্কময়
আলো হারিয়ে অাঁধারে সুখ হাতরায়
সুখের বদলে দুঃখ হয় তার সাথী
নিঃসঙ্গ গৃহে তার কেউ জ্বালে না বাতি।

হায় নিয়তি! মানুষ শুধু দেয় ধোকা
আপনজনকে ভাবে সবচেয়ে বোকা
পরিণামে তার কিছু রয় না আপন
আস্থা না থাকলে মায়া হয় কি কখন?

২৭ জুলাই ২০১৮
লঘু পয়ার ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top