তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা পিরামিড।

Uno.1.jpg

পিরামিড
মোঃ আঃ কুদদূস

ভালোবাসার পিরামিডে রেখেছি তোমার
প্রেম- সতত, সযত্ন কল্পলোকে।
কুঞ্জে তোমার জ্বালিও আলোকধারা
রাত-বিরাতে,আমি না থাকলেও আসবে আমার প্রাণ-
চাহিতে তোমার মায়াবী মুখ-
আলো আঁধারের পাশে।
ভুল করে যদি হেরি, চাঁদ বদলে তব বদন,
সহসাই তবু আসবে না ফিরে চেতন
মায়াবীনি, তুমি যে আমার পল্লবীনি,
আমার পিরামিডে রাখা অনন্ত রানী।
আঁধার রাতের মুসাফির হয়ে আমি,
ঘুরে ফিরে দেখি, চাঁদ গ্রহ নক্ষত্র সব।
অবিরাম লুকিয়ে থাকো তুমি পঞ্চনদের
মোহনায়, ভেঙে মোর হৃদয়ের বাধ-বিসম্বাদ।
জানো তো তুমি, উন্মাদ আমি, পেতে তোমার
হাসিমাখা মুখের অপূর্ব দর্শন।
যদি কোনদিন কোথাও তোমার দেখা পাই,
জানতে চাইব- কেন আঁধার ছড়াও তুমি,
ভুলিয়া আলোর শ্বাশত পথ?
আকাশের তারা হয়ে,যদি বাতাসে ছুটে বেড়াও
দূর নীলিমায়, তবু খুঁজবো তোমায়।
দেখব – তুমি কত বেশি আলো ছড়াও
অন্ধকার গহ্বরে ছায়াপথের ওপারে!
কেন ভালোবাসার পরশ বুলাও তুমি,
শ্বাস-প্রশ্বাসে, হৃদপিণ্ডের নিত্য আশ্বাসে।
তুমি আকাশে হারাও কিংবা বাতাসে, আমি সতত,
সযত্ন রাখিব তব ভালোবাসা বুকের পিরামিডে।

২৫ জুলাই ২০১৮
অমিল মুক্তক ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top