অপেক্ষা – শাহানা সিরাজী
আমার ইচ্ছা তুমি সবসময় আমার সাথে থাকো
আমার ইচ্ছা আর কিছু নয় চোখে চোখ রেখে মৃদু একটু হাসো
আমার ইচ্ছা সকালে ডেকে একবার বলো,হ্যাঁ গো বাজার থেকে কিছু আনতে হবে?
আমার ইচ্ছা ডাইনিং টেবিলে একসাথে বসো
আমি একটু ভর্তা একটু ডাল যদি জোটে মাছ তরকারি তুলে দেবো
তুমি বিরক্ত হয়ে বলবে,ডালে এতো লবণ! হন্তদন্ত হয়ে আবার চুলায় ডাল তুলে দবো
আমার ইচ্ছা আমার কাজল আঁকা চোখ দেখে বলবে, কাজল এখনো টানতে শেখোনি,এসো পরিয়ে দিই
আমার ইচ্ছা দুশো টাকা দামের পাবনাই শাড়ি এনে বলবে, দেখো তো কেমন হলো?
তৎক্ষনাৎ শাড়িটি পরে সামনে দাঁড়াবো। তুমি বলবে,বেশ লাগছে.
আমার ইচ্ছাগুলো আকাশে বাতাসে লুটোপুটি খায়
আমি বৃন্তচ্যুত ফুলের মতো পদদলিত হই
আর অপেক্ষা করি –
হয়তো কোন দিন টুপটুপ শিশির ঝরবে
হয়তো কোন দিন প্রবল বর্ষা ভাসিয়ে নেবে
হয়তোবা নেবে না –
অপেক্ষার তবু শেষ হয় না….
শাহানা সিরাজী
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক