ফায়ার সার্ভিস মহাপরিচালকের সংস্কারে অনিহা!

Picsart_24-12-16_09-22-39-804.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ফায়ার সার্ভিস মহাপরিচালকের সংস্কারে অনিহা!

বিশেষ প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশ যখন মহা সংস্কারের পথে হাঁটছে ঠিক তখন রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অধিদপ্তরে গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে রয়েছেন স্বৈরাচারের আমলের সুবিধাভোগী ও দুর্নীতিবাজ একাধিক কর্মকর্তা। যাদের বিরুদ্ধে সরকারের সময় থেকে দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িত রয়েছেন বলে অসংখ্য অভিযোগ রয়েছে।

৫ আগস্ট এর পটপরিবর্তনের পরবর্তীতে নতুন মহাপরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি যোগদানের পর থেকে সকলের প্রত্যাশা ছিল ফায়ার সার্ভিস অধিদপ্তরকে তিনি স্বৈরাচারের দোসরমুক্ত সংস্কার প্রক্রিয়ার পথে এগিয়ে নেবেন। কিন্তু বাস্তবচিত্র তার সম্পূর্ণ উল্টো যা দেখে হতভম্ব সংশ্লিষ্ট সকলকে।

দেশজুড়ে রাষ্ট্রীয় এমনকি মালিকানাধীন সকল প্রতিষ্ঠানেও যখন সংস্কারের জয়জয়কার, ঠিক তখন ফায়ার সার্ভিসের মহাপরিচালক স্বৈরাচারের দোসরদের বহাল রাখতে যেন মরিয়া এমনটাই মনে হচ্ছে। দুর্নীতিবাজ একধিক কর্মকর্তা অধিদপ্তরে এখনো বহাল থাকার ঘটনায় হতবাক সবাই। ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও আমলাদের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে এসব কর্মকর্তারা ফায়ার সার্ভিস অধিদপ্তরে বদলি ও পদোন্নতি পেয়েছিলেন।

নতুন মহাপরিচালকের যোগদানের পর থেকে সকলেরই প্রত্যাশা করেছিলেন স্বৈরাচারের দোসরদের সরিয়ে ফায়ার সার্ভিস অধিদপ্তরে সংস্কারের পথকে উন্মুক্ত করবেন তিনি। কিন্তু এসব নিয়ে যেন কোন প্রকার মাথাব্যথা নেই তার। মহাপরিচালকের পক্ষ থেকে স্বৈরাচারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বহাল রাখার ঘটনায় হতবাক সবাই। সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করায় সংশ্লিষ্ট অনেকের মনেই নানাবিধ প্রশ্নের দানা বেঁধেছে। তারা মনে করেন নতুন মহাপরিচালক দেশের চলমান এই সংস্কারের বিপক্ষের মানুষিকতা সম্পন্ন হওয়ায় সংস্কার প্রক্রিয়ায় আন্তরিক নয় তিনি।

বহাল থাকা এসব কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় অসংখ্য সংবাদমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হওয়ার পরে লোক দেখানো তদন্ত কমিটির যেন তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া বহাল রাখার কৌশল মাত্র।

বিষয়টি নিয়ে কথা হয় মানবাধিকার সংস্থা রিহাফ’ চেয়ারম্যান এইচ এম আব্দুর রাজ্জাক রাজ এর সঙ্গে।

তিনি জানান, বিগত স্বৈরাচার সরকারের সঙ্গে যুক্ত থাকা সকল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও বদলি একটি অত্যাবশ্যক ও চলমান প্রক্রিয়া। এটা করতে কোন তদন্তের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। বিগত সরকারের আমলে অধিক সময় ধরে একই পদে বহাল থাকা কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা না নেওয়ার বিষয়টি জনমানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া জন্মায়।

আরও সংবাদ পড়ুন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীনের অবৈধ সম্পদের খোঁজে – দুদক

আরও সংবাদ পড়ুন।

চট্রগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ – ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ নিহত ৩১

আরও সংবাদ পড়ুন।

ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আরও সংবাদ পড়ুন।

কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

আরও সংবাদ পড়ুন।

যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীদের কোভিড-১৯ মোকাবেলার সরঞ্জাম দিয়েছে

আরও সংবাদ পড়ুন।

যৌথ বাহিনীর অভিযানে ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জন গ্রেপ্তার

আরও সংবাদ পড়ুন।

মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য একগুচ্ছ নির্দেশনা জারি – স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top