বোরহানউদ্দিনে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

PicsArt_12-16-11.02.43-scaled.jpg

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলী আজম মুকুল এমপি ও বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা ছিদ্দিকুর রহমান (বাঘা ছিদ্দিক) এর হাত থেকে ক্রেষ্ট গ্রহন করছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান

সাগর চৌধুরীঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমপর্ণ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী।  বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন।

সেই ইতিহাসের ধারাবাহিকভাবে আজ বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে আলাদা আলাদা ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে৷

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর রেকর্ড করা ভাষণ ও মুক্তির গান বাজানো, শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ী প্রতিযোগির মধ্যে পুরষ্কার বিতরণ কর্মসূচি ছিল অন্যতম৷

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলী আজম মুকুল এমপি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা ছিদ্দিকুর রহমান (বাঘা ছিদ্দিক) এর হাত থেকে ক্রেষ্ট গ্রহন করছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোঃ সাইফুর রহমান সহ আরো অনেকে।


আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আলী আজম মুকুল এমপি ভোলা ২।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা ছিদ্দিকুর রহমান (বাঘা ছিদ্দিক)।

আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা ছিদ্দিকুর রহমান (বাঘা ছিদ্দিক)

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top