তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “অমরাবতী”।

Uno.1.jpg

অমরাবতী
মোঃ আঃ কুদদূস

মরার অভাবে এখনও বেঁচে আছ তুৃমি,
হে মৃতুঞ্জয়ী সারথি।
মৃত্যুর আলিঙ্গন হলেই তুমি বেঁচে যাবে
প্রাণপণে, ইন্দ্রলোকে।
প্রেমকেই যদি জয় না করলে, তবে কি
রক্তমাখা ইন্দ্রধনূ হবে?
একবার ভেবে দেখো, জীবনের জয়
কোথায় কোথায় হয়?
গ্লানি সব ধূয়ে মুছে, নতুন প্রাণে, অনন্তকালে
পুষ্পমঞ্জরি করে-
ভালোবাসার পিরামিডে করে তব মমী
অমরাবতীতে অমর হবে।
তার আগে একবার হাসো হৃদয়খুলে,
ঝিলের লাল শাপলার মত
অধরে লেপ্টে দাও লাল টুকটুকে আদর,
অন্তরকে করো বর্ণময়।
কিছু কিছু ভালোবাসার মাঝে মৃত্যু
অবধারিতই থাকে
হয়তো তা তুমি কিংবা আমি জানি না;
জানার চেষ্টা করি না।
আমরা না জানলেই তা মিথ্যা-এটা মেনে
নেয়া কতটুকু যৌক্তিক?
মৃত্যুর ডানায় ভর করে করেই বাঁচতে হয়
বর্ণালি স্বপ্নাতুর প্রেমীদের।
রঙ বেরঙের প্রজাপতিরা কত রঙ ছড়ায়
বিকেলের সোনা রোদের আভায়
ভালোবাসারও তেমনি নানান রঙ -যা ছোট্ট
জীবনকে করে বৈচিত্র্যময়।
এসব মিষ্টি রঙই জীবনকে করে তোলে
রঙিন, স্বপ্নাতুর, আলোকময়।
স্বপ্ন ছাড়া প্রাণে ছন্দের সুর, রস – অসম্ভব
কল্পনার বিলাস মাত্র।
এসো হে বিলাসী, স্বপ্নলোকে- সুন্দর প্রভাতে,
হেরি প্রাণের বিলাস
সময় চলে যাক প্রবাহে, অমর হয়ে থাক,
মোদের স্বপ্নাতুর জীবন।

২৯ জুলাই ২০১৮
অমিল মুক্তক ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top