মশারি – শাহানা সিরাজী

Picsart_23-01-17_11-01-00-697.jpg

মশারি – শাহানা সিরাজী

এমন যদি হতো – সাতবার যানবাহন পালটে, এতো দূর থেকে জার্নি করে, দিন শেষে ক্লান্ত আমি হাত-পা না ধুয়েই নেতিয়ে পড়ি শীতল,অপরিপাটি বিছানায় –

মোজাগুলো বুক পেতে আগলে আছে তেমনই ডায়াবেটিস পা, ভাগ্য সুপ্রসন্ন বলে দুর্গন্ধ না ছড়িয়ে শীতঢেকে ওম ছড়াচ্ছে,
নাকে মুখে হাতে পায়ে অগণিত মশা আনন্দাহুল ঢুকিয়ে চুষে নিচ্ছে তাদের প্রজনন খোরাক!

মরার মতো পড়ে থাকা আমার নাসিকা গর্জনকে হার মানিয়ে মশারা যখন মিছিলে ব্যস্ত তখন তুমি সপ্তসিন্ধু সেচে সতেজ ফসল নিয়ে ফিরলে- মাঘই পূর্ণিমার অজর জোছনায় দেখলে বিষন্ন ভেজা ভেজা চোখ,মুখে তৃপ্তির হাসি, দিগন্ত বিস্তৃত এলোচুল ছড়িয়ে কুপোকাত পুরোনো সে বিছানায় –
গাঙ্গোত্রীর মতো ছুটে এসে তুমি মশারীর চারকোণা লাগিয়ে, ফিটফাট গুটিয়ে দিয়ে চারপাশ, বললে, আহা! বেচারা!

এলোচুল সামলে গায়ে জড়িয়ে দিলে ফরাসী কম্বল।
বিস্মিত আমি মুহূর্তেই যদি যাই মিশে তুর্য নিনাদের সাথে
তাহলে কেমন হতো….।

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top